আট মাস পর অবসর ভেঙ্গে মাঠে ফিরলেন ছেত্রী
-
-
|

সুনীল ছেত্রী
চলতি মাসে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ কে সামনে রেখে আট মাসের মাথায় অবসর ভেঙে মাঠে ফিরছেন ভারতের কিংবদন্তী ফুটবলার সুনীল ছেত্রী। গত বছরের মে মাসে অবসর নেওয়া ছেত্রীর অভাব এই কয় মাসে বেশ পোহাতে হয়েছিল ভারতকে। তাই তো তার ফেরার উচ্ছ্বাস প্রকাশ করেছে খোদ ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ।)
জাতীয় দলের হয়ে ছেত্রীর প্রত্যাবর্তনের খবর নিশ্চিত করেছে এআইএফএফ। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সংস্থাটি জানিয়েছে,‘ নীল ছেত্রী ইজ ব্যাক। মার্চে ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ভারতীয় দলে ফিরতে চলেছেন অধিনায়ক, নেতা এবং কিংবদন্তি।’
আগামী ১৯ মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ভারত। সেই ম্যাচ দিয়েই পুনরায় ফুটবল মাঠে ফিরতে চলেছেন ৪০ বছর বয়সী এই তারকা। এর ৬দিন পর জামাল-হামজাদের বিপক্ষে ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত। দুটি ম্যাচই হবে শিলংয়ে। এদিকে সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবলে ফেরার খবরটি ইতোমধ্যে ছড়িয়ে পড়লেও, এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি ভারতীয় এই কিংবদন্তী উইঙ্গার।
গেল বছরের ১৫ মে এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দিয়েছিলেন ছেত্রী। এরপর ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নিজের শেষ ম্যাচটিও খেলেছেন ভারতের হয়ে সর্বোচ্চ ৯৪ টি গোল করা এই তারকা খেলোয়াড়।
২০০২ সালে মোহনবাগানের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু হয় সুনীল ছেত্রীর। বর্তমানে আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন তিনি। ২০০৭, ২০০৯ এবং ২০১২ সালে ভারতের নেহেরু কাপ জয়ের অন্যতম কাণ্ডারিও ছিলেন তিনি। দলকে ২০১১, ২০১৫, ২০২১ এবং ২০২৩ সহ মোট চারবার সাফ কাপও জিতিয়েছেন তিনি।