সেমিতে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে আটকে রাখল ভারত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৩ বিশ্বকাপের ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে স্বপ্ন ভেঙেছিল ভারতের। এবার আবারও সেই অজিরা বাধা হয়ে দাঁড়ালো রোহিত শর্মার দলের সামনে। তবে মঞ্চ বদলে গেছে,লড়াইটাও এবার ফাইনালে যাওয়ার। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে অলআউট হয়েছে অজিরা। দলীয় সর্বোচ্চ  ৭৩ রান এসেছে  অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাট থেকে।

বিজ্ঞাপন

ব্যাটিংয়ে নেমে শুরুতেই কোনো রান না করে ফিরে যান ম্যাথিউ শর্টের বদলি হিসেবে নামা কোপার কনোলি। ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেলে সবসময় জ্বলে ওঠেন ট্রাভিস হেড। এদিনও শুরুটা ভালো পেয়েছিলেন অজি ওপেনার। তবে দলীয় ৫৪ রানের মাথায় ৩৩ বলে ৩৯ রান করে ফেরেন হেড। এরপর স্মিথ ও মার্নাস লাবুশেন মিলে গড়েন ৫৬ রানের জুটি।

ব্যক্তিগত ২৯ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়ে ফিরে যান লাবুশেন। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা জশ ইংলিসও ফিরেছেন ১১ রান করে। এরপর অ্যালেক্স ক্যারিকে নিয়ে ম্যাচের হাল ধরেন স্মিথ। তাদের ৫৪ রানের জুটি ভাঙে ব্যক্তিগত ৭৩ রান করে স্মিথ বিদায় নিলে। গ্লেন ম্যাক্সওয়েলও ব্যাট হাতে ব্যর্থ এদিন। অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে ম্যাক্সওয়েল ফিরেছেন মাত্র ৭ রান করে। তবে উইকেটের অপর প্রান্ত থেকে ৪৮ বলে অর্ধশতক তুলে নেন ক্যারি। রান আউটের ফাঁদে কাটা পরার আগে ক্যারির ব্যাট থেকে আসে ৬১ রান।

বিজ্ঞাপন

আগের ম্যাচে কোনো উইকেটের দেখা না পাওয়া মোহাম্মদ শামি এ ম্যাচে ১০ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বরুণ চক্রবর্তী ও জাদেজা নিয়েছেন দুইটি করে উইকেট।