বরুণ ফেরালেন ভারতের চিরশত্রু হেডকে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ট্রাভিড হেড ভারতীয় ক্রিকেট ও ভক্তসমর্থকদের কাছে এক দুঃস্বপ্নের নাম। ভারতের বিপক্ষে ম্যাচ আসলেই নিজের সেরাটা দিতে কার্পণ্য করেন না এ অজি ব্যাটার। হেডকে নিয়ে ভারতের সবসময় আলাদা পরিকল্পনা করে মাঠে নামতে হয়।

ভারতের বিপক্ষে হেড মাঠে নামবেন আর দুর্দান্ত পারফরম্যান্স করবেন না এমন হয়না খুব একটা। ২০২৩ এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে ওভালে ভারতের বিপক্ষে ১৬৩ রানের ইনিংস খেলেছিলেন হেড। সে ম্যাচে ভারতের থেকে ম্যাচ ছিনিয়ে নিয়েছিলেন তিনি। এরপর ঘরের মাঠে অপ্রতিরোধ্য,উড়তে থাকা ভারতকে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে একাই মাটিতে নামিয়েছিলেন হেড। সে ম্যাচে অজি ব্যাটার খেলেছিলেন ১৩৭ রানের ম্যাচসেরা ইনিংস। এরপর সদ্য সমাপ্ত বোর্ডার গাভাস্তাক ট্রফিতেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন হেড।

বিজ্ঞাপন

তবে আজ আর হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেড ফিরেছেন ৩৯ রান করে। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন হেড। তবে নবম ওভারে বরুণ চক্রবর্তীকে তুলে মারতে গিয়ে শুভমান গিলের হাতে ধরা পরেন হেড। তার ব্যাট থেকে আসে ৩৩ বলে ৩৯ রান।

এ রিপোর্ট লেখার সময় ১২.২ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭০ রান।

বিজ্ঞাপন