অভিনয়ে নাম লেখালেন ডেভিড ওয়ার্নার
-
-
|

ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার ক্রিকেটের মানুষ। ক্রিকেট দিয়েই পৃথিবীব্যাপী পরিচিতি তার। তবে তার স্যোশাল মিডিয়ায় নজর রাখলেই দেখা যায় ভারতীয় সিনেমার প্রতি তার সবসময়ই আলাদা একটা টান আছে।
বারবার ভারতীয় সিনেমার প্রশংসা করতে দেখা গেছে এ অজি ব্যাটারকে। বিশেষ করে তেলেগু সিনেমার প্রতি ওয়ার্নারের ভালো লাগাটা একটু বেশি। অবশেষে তার ভারতীয় দর্শকদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। তেলেগু সিনেমা রবিনহুডে একটি ক্যামিও চরিত্রে দেখা যাবে ওয়ার্নারকে।
রবিনহুড সিনেমায় ওয়ার্নারের থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার প্রযোজক রবি শঙ্কর। ভেনকি কুডুমালার পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা নিতিন। সিনেমাটিতে প্রতিদিনের জন্য ১ কোটি ভারতীয় রুপি নেবেন ওয়ার্নার।
প্রযোজকের এমন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় ওয়ার্নার সমর্থকদের মাঝে তৈরি হয়েছে উন্মাদনা। আগামী ২৮ মার্চ বড় পর্দায় আসার কথা রবিনহুড সিনেমার।