ভারতকে অস্ট্রেলিয়া হারালে জিতবে পাকিস্তানও!
-
-
|

ছবি: সংগৃহীত
টানা দুই ম্যাচ হারে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তাতে শিরোনাম দেখে আপনি কিছুটা দ্বিধান্বিত হতে পারেন এটা ভেবে যে আসর থেকে ছিটকে গিয়ে কীভাবে আবারও জিততে পারে পাকিস্তান? সেটা অবশ্য মাঠের জিত নয়, জিত হবে কুটনৈতিক।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ মুখোমুখি হবে দুই প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া আর ভারত। আর সে ম্যাচে ভারতের প্রতিপক্ষ হিসেবে অজিদের পাশাপাশি থাকবে পাকিস্তানও। কারণ আজকের এ ম্যাচে ভারত হারলে নিজেদের মাটিতে ফাইনাল দেখতে পারবে স্বাগতিকরা। আর যদি অস্ট্রেলিয়া হারে তাহলে নিজেদের মাটিতে ফাইনাল দেখা থেকে বঞ্চিত হতে পারে পাকিস্তানিরা।
দীর্ঘ ২৯ বছর পরে আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিজেদের খেলোয়াড়দের নিরাপত্তার অজুহাত দেখিয়ে রোহিত শর্মাদের পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যার কারণে এককভাবে আয়োজন থেকে সরে এসে দুবাইকে সঙ্গে নিয়ে হাইব্রিড মডেলে আয়োজিত হয় আসরটি। যেখানে ভারত তাদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে। এমনকি স্বাগতিক পাকিস্তানকেও ভারতের বিপক্ষে খেলতে সেখানে যেতে হয়েছে।
আসর থেকে সবার আগে ছিটকে যাওয়া পাকিস্তান অবশ্য ফাইনাল আয়োজনের এই সুযোগটা হাতছাড়া করতে চাইবে না পাকিস্তান। তাই আজকে ভারতের হার চাইবে দেশটি।