ভারত নাকি অস্ট্রেলিয়া-কারা উঠবে ফাইনাল?

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া

মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠেছে চার দল। কে কার মুখোমুখি হবে তাও নিশ্চিত। যেখানে প্রথম সেমিফাইনালে ৪ মার্চ (মঙ্গলবার) দুবাইয়ে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। যে ম্যাচ নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ ও উত্তেজনার শেষ নেই।

চার দলের মাঝে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে সেমিতে উঠেছে ভারত। কোনো ম্যাচ হারেনি রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়াও অবশ্য হারেনি কোনো ম্যাচ। তবে তাদের দুটি ম্যাচই বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে।

বিজ্ঞাপন

আসর জুড়ে দুর্দান্ত ফর্মে আছে ভারতীয় দল। তবে প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া,তখন ফর্মের কাজটা খুব একটা কাজে আসেনা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারা ভারত ঘরের মাঠে ফাইনালে ধরাশায়ী হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। সে হারের ক্ষত এখনও শুকায়নি রোহিত শর্মার দলের। তাই প্রতিশোধ নেওয়া ছাড়া কিছু ভাবছে না ভারতীয় দল।

অস্টেলিয়ার সঙ্গে বারবারই আইসিসি টুর্নামেন্টে খালি হাতে ফিরতে হয়েছে ভারতকে। ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর, ২০১৫ সালের সেমিতে এবং সর্বশেষ ২০২৩ সালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত।

বিজ্ঞাপন

আইসিসি টুর্নামেন্টে সবসময়ই অপ্রতিরোধ্য অজিরা। ভারতের বিপক্ষে ৫০ ওভারের বিশ্বকাপের নক আউট ম্যাচে ৪ বারের দেখায় ৩ বারই জয় পেয়েছে অস্ট্রেলিয়া। যদিও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারের দেখায় জয়টা ভারতের নামের পাশেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের নক আউট ম্যাচেও এক বারের দেখায় জয় পেয়েছিল ভারত।
ওয়ানডে ক্রিকেট ইতিহাসে ১৫১ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে অজিরা জিতেছে ৮৪ ম্যাচে আর ভারত জিতেছে ৫৭ ম্যাচ, ফলাফল হয়নি ১০ ম্যাচে।

এ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিশ্চিত করতে চাইবে দুই দলই। দুবাইয়ের মাঠে নিজেদের সবগুলো ম্যাচ খেলায়, কন্ডিশন বিবেচনায় এগিয়ে থাকবে ভারত। তবে প্রতিপক্ষ যখন শক্তিশালী অস্ট্রেলিয়া,তখন কাজে লাগেনা কোনো এগিয়ে থাকার সমীকরণ। আবারও ভারতকে কাঁদিয়ে ফাইনাল খেলতে চাইবে অজিরা। আর ভারত চাইবে নিজেদের জমে থাকা ক্ষতটা ফিরিয়ে দিতে।