সিমন্স-সালাউদ্দিন জুটিতেই আস্থা বিসিবির

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাশা পূরণ করতে পারেনি বাংলাদেশ দল। গত আসরে সেমিফাইনালে খেলা টাইগাররা,এবার দেশে ফিরেছে কোনো জয় ছাড়া। পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার এক পয়েন্ট ছাড়া আর কোনো অর্জন নেই বাংলাদেশ দলের।

এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই সিমন্স ও সালাউদ্দিনের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে বিসিবির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের এমন ভরাডুবির পরেও প্রধান কোচ ফিল সিমন্স ও সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাজে সন্তুষ্ট বিসিবি। দুজনকেই তাই ধরে রাখতে চায় বিসিবি এবং দায়িত্ব দিতে চায় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। অপেক্ষা এখন তাদের সম্মতি ও আলোচনা চূড়ান্ত করার। এছাড়া স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের দায়িত্বে থাকা নিশ্চিত হয়ে গেছে।

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন,‘আমাদের প্রধান কোচ ও সিনিয়র সহকারী কোচের চুক্তি মার্চের মাঝামাঝি পর্যন্ত আছে। তাদের কাজে আমরা সন্তুষ্ট। তাদের সঙ্গে আমরা আবার যোগাযোগ করব। তাদের সঙ্গে যদি আমাদের বনিবনা না হয়, তাহলে হয়তো বাইরে থেকে চিন্তা করতে হবে। তবে আমরা আশা করছি, যারা আমাদের সঙ্গে ছিলেন, তাদের সঙ্গে সন্তোষজনক আলাপ-আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানে পৌঁছাতে পারব।’

এছাড়া জাতীয় দল ও আশেপাশের দলগুলির জন্য উঁচু মানের দুজন ফিল্ডিং কোচ আনা হবে বলেও নিশ্চিত করেছেন ফাহিম। এ ব্যাপারে তিনি বলেন,‘ফিল্ডিংয়ের ব্যাপারটিতে আমরা জোর দিতে চাই। দেশীয় ফিল্ডিং কোচ আমাদের নেই, তা নয়। তবে আমাদের মনে হয়েছে, খুব উঁচু মানের ফিল্ডিং কোচ দরকার, যারা আমাদের শুধু জাতীয় দল নয়, নিচেও কাজ করবে। এজন্য দুজন ফিল্ডিং কোচের কথা এসেছে এবং আমরা দুজনেরই খোঁজ করব।’

বিজ্ঞাপন

নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফাহিম জানান, এ দিনের বোর্ড সভায় অধিনায়কত্বের ব্যাপারটি নিয়ে কোনো আলোচনা হয়নি।