ফুটবলে যুক্ত হল নতুন নিয়ম
-
-
|

ছবি: সংগৃহীত
ফুটবলে এক বড় পরিবর্তন আনতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড(আইএফএবি)। ম্যাচে যে দল এগিয়ে থাকে সচরাচর সময় ক্ষেপণ করতে নানা কৌশল অবলম্বন করে তারা। ফলে প্রতিদ্বন্দ্বী দলের অভিযোগ নিয়ে ম্যাচ শেষ করতে হয় রেফারিদের। এবার ম্যাচে সময় ক্ষেপণ কমাতে গোলরক্ষকদের ব্যাপারে টাইম-ওয়েস্টিং রোল সহ এক গুচ্ছ নতুন নিয়ম প্রবর্তন করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের নীতিনির্ধারক সংস্থাটি।
ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম মার্কার বরাতে জানা গেছে, গোলরক্ষকদের বল হাতে রাখার সময় সীমিত করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো গোলরক্ষক যদি ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখেন, তবে প্রতিপক্ষ দল কর্নার কিক পাবে।
সাধারণত দল এগিয়ে থাকলে বা ড্র করার প্রয়োজন হলে অনেক গোলরক্ষক অহেতুক বল ধরে রেখে সময় নষ্ট করেন। সে ক্ষেত্রে অবশ্য শাস্তির বিধান থাকলেও সেটার মানায়ের বালাই ছিল না এতোদিন। তবে এবার সেই অবস্থার পরিবর্তন ঘটতে যাচ্ছে।
পাশাপাশি আরো কিছু নিয়ম প্রস্তাব করেছে সংস্থাটি। যেখানে বলা আছে,‘ মাঠের যেকোনো বিশেষ পরিস্থিতিতে শুধু অধিনায়কই রেফারির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। অন্য খেলোয়াড়রা সরাসরি রেফারির সঙ্গে কথা বলতে পারবেন না। ফলে বিতর্কের সুযোগ কমবে এবং শৃঙ্খলা বজায় থাকবে। পাশাপাশি ভিআর দেখে নেওয়া সিদ্ধান্তের ব্যাখ্যা মাঠেই দিতে পারবেন রেফারি। ফলে বিতর্ক কমবে এবং খেলা পরিচালনা আরো সহজ এবং নিখুঁত হবে।
উল্লেখ্য ২০২৩ সালের ডিসেম্বর থেকেই ‘টাইম-ওয়েস্টিং রুল’ নিয়ে পরীক্ষা চালাচ্ছিল আইএফএবি। এবার সেটি আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো। নতুন মৌসুম থেকে এই নিয়ম মাঠে দেখা যাবে। এই নিয়ম আগামী ১৪ জুন থেকে কার্যকর হবে।