দুঃসংবাদ পেলেন সিনার

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়ানিক সিনার

ইয়ানিক সিনার

নিষিদ্ধ মাদকসেবনের দায়ে বিশ্বসেরা টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনারকে তিন মাসের জন্য টেনিস থেকে নিষিদ্ধ করেছে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সি (ডব্লিউএডিএ)। শাস্তির মেয়াদ আরো বেশি ছিল তবে সিনারের আইনজীবী দল ডব্লিউএডিএ এর সঙ্গে সমঝোতায় পৌছানোয় শাস্তি কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।

সদ্য অস্ট্রেলিয়ান ওপেন জেতা সিনারকে নিষিদ্ধ করা নিয়ে একটি বিবৃতি দিয়েছে ডব্লিউএডিএ। সেখানে বলা হয়েছে, ‘গেল বছরের মার্চে নিষিদ্ধ মাদক সেবনের দায় স্বীকার করায় ইতালীয় খেলোয়াড় ইয়ানিক সিনারকে ৩ মাসের জন্য নিষিদ্ধ করেছে তারা। ডব্লিউএডিএ দেখতে পেয়েছে যে সিনার প্রতারণা করতে চাননি এবং মাদকসেবনের কারণে তার পারফরমেন্স-বৃদ্ধি পায়নি । পাশাপাশি এটি তার স্টাফদের অবহেলার কারণে ঘটেছে যেটি সর্ম্পকে তিনি অজ্ঞাত ছিলেন।’

বিজ্ঞাপন

সেখানে আরো বলা আছে,‘ ডব্লিউডিএ কোডের অনুচ্ছেদ ১০.৮.২ অনুযায়ী একটি নিষ্পত্তি চুক্তি করতে সম্মত ছিল সিনার। যার কারণে বড় কোনো শাস্তির মুখোমুখি হতে হয় নি তাকে। চুক্তির শর্ত অনুসারে,২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকবেন সিনার। কোডের অনুচ্ছেদ ১০.১৪,২ অনুসারে,চলতি বছরের ১৩ এপ্রিল থেকে মাঠে প্রশিক্ষণ কার্যক্রমে ফিরতে পারবেন তিনি।’

শর্ত মোতাবেক শাস্তির মেয়াদ শুরু হয়ে গেছে সিনারের। অবশ্য এ শাস্তির মেয়াদ কম হওয়ায় কোনো গ্র্যান্ড স্লাম মিস করতে হবে না তাকে। যে কারণে আগামী ১৯মে থেকে ফ্রেঞ্চ ওপেন ধরতে কোন অসুবিধায় পড়তে হবে না তাকে।

বিজ্ঞাপন