দাবার তারুণ্যের উৎসবে ৬ চ্যাম্পিয়ন
-
-
|

ছবি- সংগৃহীত
অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারুণ্যের দাবা উৎসব ২০২৫। অনূর্ধ্ব-৮, ১০, ১২, ১৪, ১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন ৬ দাবাড়ু।
অনূর্ধ্ব-১৮ গ্রুপে রাজশাহী বিভাগের ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে ঢাকা বিভাগের ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন। ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে আয়ান রহমান ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন ও খন্দকার মাহরুস মাকিল একই পয়েন্ট পেয়ে রানার-আপ হয়েছেন।
অনুর্ধ্ব-১২ গ্রুপে ৭ খেলায় ৬ পয়েন্ট সাফায়েত কিবরিয়া আজান অপরাজিত চ্যাম্পিয়ন, ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৭ খেলায় পূর্ণ ৭পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, অনুর্ধ্ব-৮ গ্রুপে আজান মাহমুদ ৫ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট পেয়ে আইলান আফনান তাজওয়ার রানার-আপ হয়েছেন।
উৎসবে বালিকা অনুর্ধ্ব-১৮ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ৬ খেলায় ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং একই পয়েন্ট পেয়ে ইশরাত জাহান দিবা রানার-আপ হয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে বরিশাল বিভঅগে জান্নাতুল প্রীতি ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন, বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ৭ খেলায় পূর্ণ ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন।
বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে নারায়ণঘহ্ঝের সিদরাতুল মুনতাহান ৭ খেলায় সাড়ে ছয় পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে ওয়ারসিয়া হায়দার ৭ খেলায় পুর্ণ ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন এবং বালিকা অনুর্ধ্ব-৮ গ্রুপে খন্দকার মুখমাতুন মওলা ৭ খেলায় ৩ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন এবং একই পয়েন্ট নিয়ে রানার-আপ আলিশা হায়দার।
ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে সাড়ে ছয় পয়েন্ট নিয়ে মোহাম্মদ শাকের উল্লাহ রানার-আপ ও পাঁচ পয়েন্ট নিয়ে আফনান জারিফ হক তৃতীয় হন। ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে অমিতাভ সরকার সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে রানার-আপ এবং আব্দুল্লাহ খাজির বিন আয়াস তৃতীয় স্থান লাভ করেন।
ঢাকা ও শহর ও বিভিন্ন বিভাগের মোট ১৮৫ জন খেলোয়াড় ৫ দিন ব্যাপী এ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। খেলা শেষে পুরস্কার প্রদান করেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমুল হক, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা, কার্যনির্বাহী সদস্য আমিনুল ইসলাম, মোঃ রাহাত হোসেন ও মোঃ আরিফুজ্জামান আরিফ ও প্রধান বিচারক মোঃ হারুন অর রশিদ।