ছুটির দিনে টিভিতে যা থাকছে খেলার আয়োজন

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টিভিতে দেখুন

টিভিতে দেখুন

আজ ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার। টেলিভিশনের পর্দায় থাকছে খেলার নানা আয়োজন। দিনে ক্রিকেট রোমাঞ্চ আর রাতে ফুটবলের পসরা। 

চলুন দেখে নেই কী আছে আজ টিভিতে খেলার সরাসরি আয়োজন।

বিজ্ঞাপন

 

ক্রিকেট

বিজ্ঞাপন

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ

ফাইনাল

পাকিস্তান-নিউজিল্যান্ড

সরাসরি, বিকাল ৩টা

টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস

 

শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া

দ্বিতীয় ওয়ানডে

সরাসরি, সকাল ১০টা ৩০ মিনিট

সনি স্পোর্টস টেন ৫

 

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড

প্রথম ওয়ানডে

সরাসরি, দুপুর ১টা ৩০ মিনিট

ফ্যানকোড

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটন-চেলসি

সরাসরি, রাত ২টা

স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১

 

লা লিগা

জিরোনা-গেতাফে

সরাসরি, রাত ২টা

জিএক্সআর ওয়ার্ল্ড, বেট৩৬৫

 

ইতালিয়ান সিরি এ

বোলোনা-তুরিনো

সরাসরি, রাত ১টা ৪৫ মিনিট

জিএক্সআর ওয়ার্ল্ড, বেট৩৬৫

 

বুন্দেসলিগা

অগসবার্গ-আরবি লিপজিগ

সরাসরি, রাত ১টা ৩০ মিনিট

জিএক্সআর ওয়ার্ল্ড, বেট৩৬৫

 

সৌদি প্রো লিগ

আল হিলাল-আল রিয়াদ

সরাসরি, রাত ১১টা

সনি টেন ২, সনি লাইভ