তায়াকোয়ান্দোর অ্যাডহক কমিটি বাতিল
-
-
|

ছবি- সংগৃহীত
দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের ধারাবাহিকতায় জাতীয় আন্তর্জাতিক তায়াকোয়ান্দো অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটি বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ বৃহস্পতিবার বাতিল নিয়ে আদেশ জারি করেছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম।
দেশে তায়াকোয়ান্দো খেলার দুটি প্রতিষ্ঠান থাকা নিয়ে আলোচনা ছিল বহুদিন ধরে। তবে এবার সেটাকে আমলে নিয়ে কাজ একটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এনএসসি। দেশে তায়কোয়ান্দো সংক্রান্ত দুটি ক্রীড়া সংগঠন কার্যকর ছিল। একটি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আরেকটি বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ান্দো অ্যাসোসিয়েশন।
দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিচ্ছে এনএসসি। গতকাল বুধবার দেশের ১৫০ স্টেডিযামের নামে পরিবর্তন এনেছিল জাতীয় প্রতিষ্ঠানটি। এর আগে ৪২ ফেডারেশনের সভাপতিদের অপসারণ করেছিল ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি কিছু ফেডারেশনের বিতর্কিত ও অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে অব্যাহতি দিয়েছিল কর্তৃপক্ষ।