একদিনে ১৫০ স্টেডিয়ামের নাম পরিবর্তন

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দেশে রাজনীতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনকে সংস্কারে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া (এনএসসি) সংস্থার পক্ষ থেকে। তারই ধারাবাহিকতায় এবার দেশের উপজেলা পর্যায়ে থাকা ১৫০টি স্টেডিয়ামের নামে পরিবর্তন আনতে যাচ্ছে সংস্থাটি।

এ বিষয়ে আজ বুধবার একটি অফিস আদেশ জারি করেছেন এনএসসি সচিব আমিনুল ইসলাম। যেটির অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবরও প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিগত সরকার প্রধানের পরিবারের অনেকের নামে ছিল। অর্ন্তবর্তীকালীন সরকার ক্রীড়াঙ্গনে ঐ পরিবারের নামে কোনো স্থাপনার নামকরণ না রাখার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রথম ধারাবাহিকতায় উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের নাম পরিবর্তন হয়।

জানা গেছে, এক্ষেত্রে স্ব স্ব উপজেলার নামেই নামকরণ করা হচ্ছে উক্ত স্টেডিয়ামগুলো। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত শেখ রাসেল স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামে নামকরণ হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়ামগুলোর নতুন নামকরণ হয়েছে।

বিজ্ঞাপন