টেবিল টেনিসে চ্যাম্পিয়ন বিকেএসপি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র খুলনায় তারুণ্যের উৎবকে সামনে রেখে অনুষ্ঠিত বিকেএসপি কাপ টেবিল টেনিস টুর্নামেন্টের ৭ম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি টেনিস দল। টুর্নামেন্টে মোট ৮টি ইভেন্টের মধ্যে ৭টিতে বিকেএসপির খেলোয়াড়রা একচেটিয়া প্রধান্য বিস্তার করে খেলে চ্যাম্পিয়ন হয়েছে।

বালক ও বালিকা অনূর্ধ্ব- ১৩ বিভাগে বিকেএসপির মৃদুল ও রংপুরের রায়হান রোজা আর অনূর্ধ্ব- ১৬ ইভেন্টে বিকেএসপির মৃদুল ও রাফিয়া চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ও মহিলা এককে বিকেএসপির আবুল হাসেম হাসিব ও রেশমি তঞ্চগা এবং পুরুষ ও মহিলা দলগত ইভেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বিজ্ঞাপন

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল মো: গোলাম মাবুদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার প্রদান করেন। এ সময় খুলনা বিকেএসপির উপ-পরিচালক জনাব মো: শাহাদৎ হোসেন ও বিকেএসপি টেবিল টেনিস বিভাগের কোচগণ উপস্থিত ছিলেন।

২দিন ব্যাপি অনুষ্ঠিত এ টুর্নামেন্টে দেশের জেলা, ক্লাব ও একাডেমি হয়ে ২২ টি দলের মোট ১৩৪ টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন