বাফুফের সঙ্গী দৌড়

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় ফুটবল দলের ছেলে ও মেয়েদের কিট সরবরাহের নতুন স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশীয় কোম্পানি দৌড়ের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে দেশের ফুটবলের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থাটি।

দেশের ক্রীড়াঙ্গনে লোকাল কোচদের নিয়োগে প্রাধান্য দেওয়ার মধ্য দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করা হচ্ছে বললে বেশী বলা হবে না। এবার সেই পথে পা বাড়াল বাফুফেও। দেশীয় প্রতিষ্ঠানকে স্পন্সর হিসেবে যুক্ত করে আরো একধাপ এগিয়ে গেল তারা।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আজ মঙ্গলবার চুক্তির ব্যাপারে জানিয়েছে বাফুফে। যেখানে বাফুফে’র সহ-সভাপতি এবং মার্কেটিং কমিটির প্রধান ফাহাদ করিম এবং দৌড়ের মালিক আবিদ আলম চৌধুরি তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেছেন।

চুক্তির বিষয়ে ফাহাদ বলেন, ‘এই চুক্তির মাধ্যমে নতুন যুগে প্রবেশ করল বাফুফে। আমাদের (নতুন কমিটির) প্রথম চার মাসের একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অর্জন। এটি একটি দুই বছরের চুক্তি, তবে বাফুফে এক বছর পর চুক্তিটি পর্যালোচনা করার অধিকার রাখে। আমি বলতে পারি যে, আমরা প্রতি বছর অন্তত এক কোটি টাকা সঞ্চয় করতে যাচ্ছি, যা আগে জাতীয় ফুটবল দলের কিটের জন্য ব্যয় করা হতো।’

বিজ্ঞাপন

প্রথমবারের মতো বা্ফুফের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে দৌড়ের মালিক আবিদ বলেন,‘আমি বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছে খুবই কৃতজ্ঞ, যিনি আমাদেরকে তাদের সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছেন। আমরা এটি একটি আবেগ থেকে শুরু করেছি এবং আমাদের লক্ষ্য হল আমাদের স্থানীয় ব্র্যান্ডের জন্য বৈশ্বিক স্বীকৃতি অর্জন করা।’

চুক্তি অনুযায়ী, জাতীয় দলের পুরুষ ও মহিলাদের জন্য সমস্ত প্রয়োজনীয় কিট সরবরাহ করবে দৌড়। তবে বাফুফে এখনও চুক্তির সব বিস্তারিত প্রকাশ করেনি। স্পন্সরশিপ চুক্তি সম্পন্ন করার জন্য পুরো কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানিয়ে বাফুফে প্রধান তাবিথ আউয়াল বলেছেন, ‘কিট স্পন্সর ভবিষ্যতে ভক্তদের জন্য জাতীয় দলের জার্সি বিক্রি করবে এবং বাফুফে এই বিক্রি থেকে রয়্যালটি পাবে।’