৬ মাসে যেখানে ছাপ ফেলল ক্রীড়া পরিষদ

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর বড় পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। অন্তবর্তীকালীন সরকারের ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর সেই ধারাবাহিকতায় এনএসসি সংস্কারে বেশকিছু পদক্ষেপ নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আর এই বিষয়ে আজ প্রথমবারের মত কার্যবিবরণী প্রকাশ করল সংস্থাটি।

এনএসসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার ৬ মাসে গ্রহন করা পদক্ষেপের বিবরণী প্রকাশ করেছে। যেখানে বলা আছে দায়িত্ব নেওয়ার পরে প্রায় ২২ বছর পর স্বাধীন বাংলা ফুটবল দলের জীবিত সদস্যদের মাসিক সম্মানী ভাতা ৩,০০০ টাকা হতে বৃদ্ধি করে ২০,০০০ টাকা নির্ধারণ করেছে ক্রীড়া পরিষদ। সে অনুযায়ী চলতি বছরের জানুয়ারী থেকে এই হারে সম্মানী ভাতা পাচ্ছেন তারা। এছাড়া প্রায় ১৩ বছরের সমস্যার সমাধানকল্পে মহামান্য সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ৪৬ জনের চাকুরী রাজস্বখাতে আনয়নের আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে ক্রীড়া পরিষদের ৪২টি শুন্য পদে সরাসরি নিয়োগের জন্য কোটামুক্ত ব্যবস্থায় প্রথমবারের মত উন্মুক্ত বিজ্ঞপ্তি প্রকাশ ও আবেদন গ্রহন করে প্রার্থী সুপারিশের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে অনুরোধ প্রেরণ করেছে এনএসসি। পাশাপাশি দীর্ঘ দিনের সমস্যার সমাধান হিসেবে শূন্য পদ পূরণে মোট ৫৭টি পদের বিপরীতে প্রশাসনিক মন্ত্রণালয়ের মঞ্জুরি পেয়েছে।

প্রায় ২১ বছর ধরে আটকে থাকা ১৩ জনকে স্ব-স্ব পদের পরবর্তী ধাপে পদোন্নতি প্রদান করেছে কর্তৃপক্ষ। এছাড়া মহামান্য সুপ্রীম কোর্টের রায় অনুযায়ী ১৪ জনের চাকুরী স্থায়ী করেছে এনএসসি। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ অনুসরণে প্রথমবারের মত ২৭টি ফেডারেশনের কাছ থেকে বিগত ২ বছরের অডিট প্রতিবেদন গ্রহন এবং অডিট রিপোর্ট দিতে ব্যর্থ হওয়ায় প্রথমবারের মতো অবশিষ্ট ফেডারেশনসমূহের অর্থ ছাড় স্থগিত করার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরো বলা আছে ক্রীড়াঙ্গনে সুশাসন নিশ্চিতকরণে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন কার্যক্রমে ০৯টি কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এছাড়াও ক্রয় কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুসরণে যথাসময়ে বার্ষিক ক্রয় পরিকল্পনা অনুমোদন করেছে তারা।

পাশাপাশি বেশ কয়েকজনকে শাস্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্মাণকাজে গুণগতমান নিশ্চিতকরণে গাফিলতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় ০৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তারা। এছাড়াও পরিষদের চাকুরী বিধিমালা অনুসরণ করে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।