নেইমার মাঠের বাইরে অবদান রাখলেও মাঠে ব্যর্থ
-
-
|

ছবি: সংগৃহীত
২০২৬ সালের বিশ্বকাপ দিয়ে নিজের ফর্ম ফেরাতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র। ইউরোপ ছাড়ার পর চোটের কারণে খুব একটা ম্যাচ খেলার সুযোগ হয়নি তার। এবার ক্লাব ছাড়ার পর তাকে নিয়ে মুখ খুললেন আল হিলাল প্রধান।
২০২৩ সালের অগাস্টে সৌদি ফুটবলে নিজের নাম লেখানোর পর থেকেই লিগামেন্ট ইনজুরি আর ফিটনেস জটিলতায় ভুগছিলেন নেইমার। তাতে দেড় বছরের আল হিলালের হয়ে মাত্র সাত ম্যাচে মাঠে ছিলেন তিনি। তাই চলতি বছরের জানুয়ারিতে চুক্তি শেষের আগেই ক্লাব কতৃপক্ষের সম্মতিতে ব্রাজিলের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার।
ক্লাব ছাড়ার পর জার্মান গণমাধ্যমে কথা বলেন আল হিলাল সভাপতি স্টিভ কালজেদা। ৩৩ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড় আল হিলালের প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স করতে পারছেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দলের মধ্যে প্রতিযোগিতা অনেক বেশী । বিদেশী খেলোয়াড়দের জন্য আমাদের কাছে সীমিত সুযোগ রয়েছে এবং বর্তমানে আমাদের যেসব খেলোয়াড় আছেন, তারা দুর্দান্ত পারফর্ম করছেন। নেইমার এখন সেই ফর্মে নেই যেখানে তিনি আমাদের লক্ষ্য অর্জন করার মতো পারফরম্যান্স দিতে পারবেন।’
এ সময় তিনি আরো বলেন,‘(এটা বলতে) আমি খুব দুঃখিত যে আমরা কখনো নেইমারের উপর নির্ভর করতে পারিনি। তিনি আসার পরই তা ক্রুশিয়েট লিগামেন্টে চিড় ধরে। ক্লাব থেকে তার চলে যাওয়া আবারো প্রমাণ করছে যে আমরা আল হিলালে এমন খেলোয়াড়দের খুঁজছি যারা সর্বোচ্চ পারফরম্যান্স দিতে সক্ষম।’
চুক্তি শেষ করাটা দুই পক্ষের জন্যই লাভজনক উল্লেখ করে তিনি বলেন, ‘নেইমার আমাদের মার্কেটিংয়ে অবদান রাখলেও মাঠের পারফর্মেন্সই আমাদের প্রথম অগ্রাধিকার। তাই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছিলাম যে, তিনি যেহেতু আমাদের প্রত্যাশিত পারফরম্যান্স দিতে সক্ষম নন। তাই তার চুক্তিটি শেষ করা উচিত। আর তার চুক্তি শেষ করার সিদ্ধান্তটি সকল পক্ষের জন্য উপকারী ছিল।’