এমবাপের গোলে রিয়ালের ড্রয়ের স্বস্তি

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে

অবশেষে গোলের দেখা পেলেন কিলিয়ান এমবাপে । তবে যেমন তেমন ম্যাচে নয়, রিয়াল মাদ্রিদের সম্মানের লড়াই মাদ্রিদ ডার্বিতে। এমবাপের একমাত্র গোলে প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে লস ব্লাঙ্কোসরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ৩১ মিনিটে গতকাল শনিবার রাতে ঘটে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনাটি। ডি-বক্সের বাঁ দিক থেকে আসা ক্রসে নিয়ন্ত্রণ নিতে পা বাড়িয়েছিলেন অ্যাতলেটিকোর সামুয়েল লিনো, একই সময়ে পা বাড়ান রিয়ালের চুয়ামনিও। তার পা গিয়ে পড়ে লিনোর পায়ের ওপর। কিন্তু তার আগেই বল দুজনের মাঝ দিয়ে বেরিয়ে যায়। অ্যাতলেটিকোর পেনাল্টি আবেদন শুরুতে ফিরিয়ে দিলেও শেষ পর্যন্ত ভিএআর দেখে স্পটকিকের বাঁশি দেন রেফারি।

বিজ্ঞাপন

পেনাল্টি পেয়ে সুযোগ হাত ছাড়া করেন নি অ্যাতলেটিকো। স্পটকিক থেকে বল সোজা জালে জড়ান হুলিয়ান আলভারেজ। তাতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে সমতায় ফেরার লড়াইয়ে বেশ এগিয়ে থাকে স্বাগতিক রিয়াল।

ম্যাচের ৫০তম মিনিটে কাঙ্খিত গোলের দেখা পায় রিযাল। ডান উইং হয়ে বল কাটিয়ে ক্রস দেন রদ্রিগো। আর জুড বেলিংহ্যাম ফার্স্ট টাচ শট করলে সেটা ফিরে আসলেও ফিরতি শটে এমবাপে বল পাঠান সোজা জালে। এরপর আরো কয়েকদফা অভিযান চালালেও শেষপর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়তে হয় এমবাপেদের।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে রিয়াল কোচ আনেচেলেত্তি জানান,‘দলটি (অ্যতলেটিকো) হতাশ কারণ তারা মনে করে তারা আরও কিছু পাওয়ার যোগ্য ছিল, কিন্তু আমরা খুশি কারণ আমরা এখনও নেতা। তবে দ্বিতীয়ার্ধে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, আমাদের অনেক সুযোগ ছিল। যদিও আমরা তা কাজে লাগাতে পারিনি।’