তারুণ্যের উৎসবে বিকেএসপির জয়জয়কার
-
-
|

ছবি: সংগৃহীত
বাংলাদেশ আর্চারি ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসবে আর্চারির চূড়ান্ত পর্ব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহাসিক পল্টন ময়দানে শেষ হয়েছে। যেখানে আটটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)।
নীলফামারী জেলা হতে গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়েছিল আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব। তারই ধারাবাহিকতায় ফরিদপুর, টঙ্গীর আরচ্যারী প্রশিক্ষণ কেন্দ্র, নাটোরের খুবজীপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, রাজশাহী ও চট্টগ্রামে নানা আয়োজন সম্পন্ন করছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন।
চূড়ান্ত পর্বে আজ শনিবার তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও চারটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে প্রথম হয়েছে বিকেএসপির আরচ্যাররা।আর দুটি স্বর্ণ ও একটি রৌপ্য সহ মোট তিনটি পদক জিতে দ্বিতীয় হয়েছে নড়াইল জেলা। অন্যদিকে তৃতীয় হয়েছে ফরিদপুর।
আট ইভেন্টের সমাপণী অনুষ্ঠানে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোখলেস উর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। সমাপণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম , যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহম্মদ হিরুজ্জামান, বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল সবাইকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানান। আন্তর্জাতিক অঙ্গনে আরচ্যারীর যে সাফল্য তাতে এই ফেডারেশন জাতীয় সম্মান পাওয়ার যোগ্যতা রাখে বলেও মনে করেন তিনি। অলিম্পিক গেমসে বাংলাদেশের আরচ্যারদের সরাসরি অংশগ্রহণ অন্য ফেডারেশন থেকে আর্চারিকে আলাদা করেছে বলে জানান চপল।