বাফুফে সভাপতির অনুরোধও টলাতে পারছে না সাবিনাদের!

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবলের সংকট যেন কাটছেই না। সময়ের সঙ্গে সে সংকট যেন আরও বেশি ঘনীভূত হচ্ছে। একদিকে খেলোয়াড়েরা বলছে পিটার বাটলার কোচ থাকলে সকলে পদত্যাগ করবে অন্যদিকে পিটার বলছেন,হয় খেলোয়াড়রা থাকবেন নাহয় তিনি থাকবেন।

তবে প্রত্যাশা করা হচ্ছিল বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের অনুরোধে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে। তবে সে প্রত্যাশাও পূরণ হয়নি। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন না করার সিদ্ধান্তে অটল রয়েছেন ১৮ ফুটবলার। তাদের সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞাপন

গতকাল (শুক্রবার) বাংলাদেশ নারী দলের অনুশীলন ছিল না। বাফুফে কর্তাদের অনুমান ছিল– সভাপতির আশ্বাস ও নির্দেশনায় শুক্রবার সারাদিন চিন্তা ভাবনা করে ১৮ জন ফুটবলারের মধ্যে অন্তত কয়েকজন আজকের অনুশীলনে যাবেন। কিন্তু সভাপতির অনুরোধও ফুটবলারদের অবস্থান টলাতে পারেনি। পিটার বাটলারকে বয়কট করা ১৮ জনের একজনও অনুশীলনে যাননি।

আজ অনুশীলনে উপস্থিতির ওপর বাফুফে একটি সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করছিল। আন্দোলনের নেতৃত্বে থাকা ৪-৫ জন শাস্তি পেলে বাকিরাও পিটারের অধীনে অনুশীলন করবেন না, তারাও ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আগেই। তাই অনুশীলনে তাদের কেউ যোগ না দেওয়ায় এখন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে গেল বাফুফের জন্য।

বিজ্ঞাপন

পিটারকে বয়কট করা ১৮ জন ফুটবলারের ১৬ জনই সাফ জয়ী দলের সদস্য। বাফুফে পিটারকে কোচ হিসেবে রাখলে এবং তাতে যদি ১৮ জন ফুটবলার পদত্যাগ করে তাহলে বাংলাদেশ নারী ফুটবল বড়সড় সংকটে পড়বে।

গত সাফ থেকেই কোচ-খেলোয়াড় দ্বন্দ্ব সম্পর্কে জানতো বাফুফে। কোচকে নিয়ে অনেক আগে থেকেই নানা অভিযোগ ছিল তাদের। তবে তা সমাধানের আগেই মেয়েদের অভিযোগ উপেক্ষা করে পিটারের সঙ্গে দুই বছরের চুক্তি করে বাফুফে। আর তাতেই তৈরি হয় এত বড় সংকট।