তুমি সতীর্থের চেয়েও বেশি কিছু - রোনালদো
-
-
|

ক্রিশ্চিয়ানো রোনালদো ও মার্সেলো ভিয়েরা
ব্রাজিলিয়ান লেফটব্যাক মার্সেলো ভিয়েরারা সঙ্গে রোনালদোর সম্পর্কটা ফুটবল মাঠের চেয়ে পারিবারিকভাবেই বেশী। তাইতো মার্সেলোর ফুটবল থেকে অবসরের ব্যাথাটা তার সঙ্গে ভাগ করে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মার্সেলোকে পরম মমতায় জড়িয়ে এক স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।
ফুটবল থেকে মার্সেলোর অবসর ঘোষণার পর গতকাল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোনালদো লিখেন,‘ আমার ভাই, কী অবিশ্বাস্য ক্যারিয়ার! আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, বছরের পর বছর অর্জন করেছি, জিতেছি এবং অবিস্মরণীয় সব মুহূর্ত আছে। তুমি সতীর্থের চেয়েও বেশি কিছু, আমার জীবনের সঙ্গী। সবকিছুর জন্য ধন্যবাদ বন্ধু। জীবনের নতুন মঞ্চে তোমার সব রকম ভালো কামনা করছি।’
মার্সেলোকে ভাই বলে ডাকার কারণটা অবশ্য সবার জানা। রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনাল্দোর পায়ে বল যোগানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। রিয়ালে এই দুই জনের একসঙ্গে গোল উদযাপনের দৃশ্য আজও ভাসে দর্শকদের চোখে। যে কারণে সম্পর্কটা মাঠ থেকে পরিবার অব্দি গড়ায়। রোনালদোকে নিয়ে একবার মার্সেলোর স্ত্রী বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছেড়ে চলে যাওয়ায় আমাদের জন্য খারাপ হয়েছে। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। তার পরিবারের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক। আমার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়রেরও খুব ভালো বন্ধু। মাদ্রিদ থেকে তার প্রস্থানে আমরা শূন্যতা অনুভব করি।’
রিয়ালে একসঙ্গে ৯ মৌসুম কাটিয়েছেন রোনালদো আর মার্সেলো। জিতেছেন চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ। পাশাপাশি দুটি লা লিগা, দুটি কোপা দেল রে এবং দুটি স্প্যানিশ সুপার কাপও আছে তাদের ঝুলিতে। ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী, রিয়ালে রোনালদোর সঙ্গে ৩৩২ ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী মার্সেলো।