আগ্রাসী বার্সাকে নিয়ে গর্বিত হ্যান্সি ফ্লিক
-
-
|

হ্যান্সি ফ্লিক
সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে কোপা দেল রে’র শিরোপা জয়ে আরো এক পা দিয়ে রাখলো হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। কোর্য়াটার ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে টানা ১০ম জয়ের স্বাদ নিল কাতালান জায়ান্ট ক্লাবটি। আর দলের এমন পারর্ফমেন্সে দারুণ খুশি বার্সা কোচ ফ্লিক।
লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে বার্সার শীর্ষ গোলদাতা রবার্ট লেওয়ানডফস্কির বদলে মাঠে নামা ফেরান টোরেসের হ্যাটট্রিকের মাধ্যমে প্রথমার্ধে চারটি গোলের লিড নিয়ে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে বার্সা। দলকে চেনা রুপে ফিরে পেয়ে উচ্ছাসিত ফ্লিক বলেন, ‘এটি অবিশ্বাস্য এবং এটি সেই স্টাইল যা আমরা খেলতে চাই। এই দলের মধ্যে বারংবার গোল করার যে ক্ষুধা আছে তা সত্যিই চমকপ্রদ। এটি একটি তরুণদের দল যেটা শিখেছে কীভাবে সমন্বয়ের মাধ্যমে এবং আমাদের চাওয়া ছন্দে খেলা যায় এবং তারা সবসময় গোল করার উপর মনোযোগী থাকে।’
এসময় বার্সা কোচ আরো বলেন,‘এটি একটি দুর্দান্ত ফলাফল যা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, আমি দলের খেলা নিয়ে খুব খুশি। তারা শুরু থেকেই মনোযোগী ছিল, সুযোগ তৈরি করছিল এবং আক্রমণাত্মক ছিল এবং এটি ভালো যে আমরা দ্রুত গোল করতে পেরেছি, এতে আমাদের সেমিতে পা রাখা সহজ হয়েছে।’
চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৩৫ ম্যাচে ১০৯ গোল করেছে বার্সেলোনা। যেখানে প্রতি ম্যাচে গড়ে তিনটিরও বেশি গোল দেখেছে ক্লাবটি। এরআগে ২০২৩-২৪ মৌসুমে তারা ৫৩ ম্যাচে যে ১১০টি গোল করেছিল। আর গতকালকের ম্যাচে ধারাবাহিক পারফর্মেন্সে রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো এবং রিয়াল সোসিয়েদাদের সাথে দুই লেগের সেমিফাইনালে যোগ দিয়েছে বার্সা। ঐতিহাসিক ড্রটি আগামী বুধবার অনুষ্ঠিত হবে।