জিডি করলেন হুমকি পাওয়া নারী ফুটবলার সুমাইয়া

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশের নারী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষনের হুমকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার নড়েচড়ে বসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তারই ধারাবাহিকতায় বাফুফের সহায়তা নিয়ে এবার আইনি পদক্ষেপ নিলেন দেশের সাফজয়ী এই ফুটবলার।

ঢাকা মেট্রো পলিটনের মতিঝিল থানায় আজ বুধবার সাধারণ ডায়রি দায়ের করেছেন সুমাইয়া। তার সাথে থানায় উপস্থিত ছিলেন বাফুফের মিডিয়া বিভাগের এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমী। সাধারণ ডায়রি করা নিয়ে ডিএমপির মতিঝিল বিভাগের মতিঝিল জোনের সহকারি পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ ফারাবি বলেন, ‘লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বিজ্ঞাপন

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হত্যা ও ধর্ষনের হুমকি পাওয়ার কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেন সুমাইয়া। তার পোস্ট দৃষ্টিগোচর হওয়া মাত্রই মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে সুমাইয়াকে দেওয়া হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছিল বাফুফে।

সুমাইয়াকে নিয়ে বাফুফের বিবৃতিতে আরো বলা হয়, ‘জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ্য করে হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। কোনো ক্রীড়াবিদকে তাদের দেশের প্রতিনিধিত্ব করার জন্য অপব্যবহারের সম্মুখীন হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিজ্ঞাপন