মৌসুম শেষের আগেই অফ সাইডের প্রযুক্তি আনবে প্রিমিয়ার লিগ

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই অফসাইড বিতর্ক রোধে প্রযুক্তির ব্যবহারের কথা ভাবছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ কতৃপক্ষ। অবশেষে এবার সেই বহুল প্রতীক্ষিত প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে লিগ কতৃপক্ষ। চলতি মৌসুমের আগেই সেমি অটোমেটেড অফসাইড সনাক্তকরণ প্রযুক্তি মাঠে আনবে বলে জানিয়েছে তারা।

জানা গেছে গত বছর শেয়ারহোল্ডারদের বৈঠকে অপসাইড সনাক্তে প্রযুক্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল লিগ কতৃপক্ষ। তারই প্রেক্ষিতে গেল বছরের বড়দিনের আগে বাস্তবায়িত হওয়ার কথা ছিল, কিন্তু পরীক্ষা চলাকালীন কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল বলে তখন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

অফ সাইড সনাক্তকরণের প্রযুক্তি নিয়ে আজ বুধবার বিট্রিশ গণমাধ্যমে কথা বলেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রধান ফুটবল অফিসার টনি স্কুলস। তিনি বলেন,গত চার থেকে ছয় সপ্তাহে যে অগ্রগতি হয়েছে তা গুরুত্বপূর্ণ। তাই, আমরা বিশ্বাস করি আমরা সেরা এবং সবচেয়ে সঠিক সিস্টেমটি গ্রহণ করতে যাচ্ছি। ইংলিশ প্রিমিয়ার লিগ এই বছর লিগ কাপের মধ্যে এটি চালু করেছে। আমরা এটি পর্যবেক্ষণ করব... স্পষ্টতই, যদি আমরা শেষ দুই বা তিনটি ম্যাচ পর্যন্ত আত্মবিশ্বাসী না হই, তবে আমি মনে করি তখন আপনি একটি বাস্তবতায় পৌঁছাবেন যেখানে আপনি শুধু বলবেন, এখন এটি চালু করা যুক্তিসঙ্গত হবে না।’

সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি বর্তমানে বড় টুর্নামেন্টগুলিতে ব্যবহৃত হচ্ছে। কারণ এটি ভিএআর প্রযুক্তির চেয়ে দ্রুত কাজ করে এবং একইসাথে ভুলের হার কমায়।

বিজ্ঞাপন