সাবিনাদের পাল্টা বয়কট করলেন বাটলার

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পিটার বাটলার

পিটার বাটলার

দেশের নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে অভিযোগ এনে তার অধীনে অনুশীলন বয়কট করার সিদ্ধান্ত জানিয়েছিলেন বাংলাদেশ দলের মেযেরা। বাটলারদের বিরুদ্ধে সাবিনাদের করা অভিযোগ নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিশেষ কমিটি। তবে তদন্ত শেষ হওয়ার আগেই কঠিন হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান কোচ পিটার বাটলার।

সাবিনাদের অভিযোগের পর গতকাল বিশেষ কমিটির সাথে কথা বলেন বাটলার। আর আজ বুধবার সেই বিষয়ে গণমাধ্যমে কথা বলেন তিনি। বাটলার জানান, বেশ সুন্দর পরিবেশে কথোপকথন হয়েছে। তারা জানতে চেয়েছে, আমিও ব্যাখ্যা দিয়েছি। আমি বেশ স্পষ্টভাবে বলেছি যারা বাফুফে ভবনে থেকে ও বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই ফ্যাক্টবিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

বিজ্ঞাপন

কিছু খেলোয়াড়কে আর কোচিং না করানোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘আমি কয়েকজনের নাম দিয়েছি, সেই কয়েকজন থাকলে আমি কোচিং করাব না। নির্দিষ্ট কয়েকজন ফুটবলার অনুশীলনে যাচ্ছে না এবং ভিত্তিহীন অভিযোগ তুলছে। এটা ননসেন্স এবং এসব বন্ধ হওয়া দরকার।’ 

বাটলারের বাদ দেওয়া তালিকায় সাফজয়ী নারী দলের কয়েকজন খেলোয়াড়ও আছেন। তবে শৃঙ্খলার স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন,‘ ‘এটা কোনো ডিপার্টমেন্টাল স্টোর নয়। এখানে সমঝোতার কিছু নেই। তারা থাকলে আমি থাকব না। এটা একদম পরিষ্কার ‘

বিজ্ঞাপন