মার্তিনেজকে ছাড়াই বিশ্বকাপ দল আর্জেন্টিনার?

  • স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে এখনই চোখ রাখছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। সে লক্ষ্যে নিজেদের দল গোছাচ্ছে তারা। সেই যাত্রায় সম্ভবত বড় দুঃসংবাদ পেতে যাচ্ছে বর্তমানের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কারণ চোটে পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা আর্জেন্টাইন ডিফেন্ডার লিসেন্দ্রো মার্তিনেজ।

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েন লিসান্দ্রো মার্তিনেজ। ওই ম্যাচের ৮২তম মিনিটে প্যালেস উইঙ্গার ইসমালিয়া সারের সঙ্গে সংঘর্ষে আহত হন তিনি। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান ইউনাইটেডের ফিজিও টিম তবে খানিক শুশ্রূষার পর স্ট্রেচারে মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার তারকা খেলোয়াড়কে।

বিজ্ঞাপন

ম্যাচ শেষে মার্তিনেজের ইনজুরি নিয়ে ইউনাইটেড কোচ রুবেন এমোরিম বলেন, ‘আমরা আগামী কয়েকদিন বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে আমি মনে করি বেশ জটিল ধরণের ইনজুরি।’ ইউরোপীয় গণমাধ্যমের ভাষ্যমতে, ‘মার্তিনেজ সম্ভবত এসিএল ইনজুরির কবলেই পড়েছেন। অন্তত মাঠের ফুটেজ থেকে তেমনই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছে তারা। যদি তাই হয়, তবে অন্তত ৯ থেকে ১০ মাসের জন্য মাঠের বাইরে চলে যাবেন তিনি।

যার ফলে বাদ পড়তে পারেন ২০২৬ বিশ্বকাপ অভিযান থেকে। ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পেছনে বড় ভূমিকা ছিলো মার্তিনেজের। এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে পা দেওয়ার পর থেকেই চোটের কারণে ৫০টিরও অধিক ম্যাচে মাঠ ছেড়েছেন মার্তিনেজ।

বিজ্ঞাপন