ম্যানইউ ছাড়তেই হলো রাশফোর্ডকে
-
-
|

ছবি: সংগৃহীত
ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ডকে ধারে মৌসুমের বাকী সময়ের জন্য শিবিরে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। শৈশবের ক্লাব ছাড়তেই হলো তাকে। ম্যান ইউ ছেড়ে অ্যাস্টন ভিলায় এখন খেলবেন এই ফরোয়ার্ড। জুনিয়র ও সিনিয়র দল মিলিয়ে এই ক্লাবে তার ২০ বছরের অধ্যায় শেষ হলো।
ইউনাইটেডের তারকা খেলোয়াড় রাশফোর্ড গেল বছরের ১২ ডিসেম্বরের পর থেকে তার শৈশবের ক্লাবের হয়ে আর খেলার সুযোগ পাননি। আর এই মৌসুমের শুরুতে স্বীকার করেছিলেন যে, তিনি ‘নতুন চ্যালেঞ্জের’ জন্য প্রস্তুত। তবে সেটা যে ভিলার হয়ে এটা কেউ বুঝতে পারে নি। কেননা ২৭ বছর বয়সী রাশফোর্ডের বার্সালোনা ও এসি মিলানে যাওয়ার গুঞ্জন বেশ আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত ইউরোপ জায়ান্ট ক্লাবগুলো সপ্তাহে ৩০০,০০০ ইউরো বা ৩৭২,০০০ মার্কিন ডলার পারিশ্রমিক দেখে তাকে দলে ভেড়ায়নি তারা।।
ফুটবল ভিত্তিক গণমাধ্যম স্কাই স্পোর্টসের ভাষ্য মতে ভিলা মৌসুমের বাকি সময়ের জন্য বেতন প্যাকেটের অন্তত ৭৫ শতাংশ পরিশোধ করবে, যা পারফরম্যান্স-বিষয়ক বোনাসের ওপর ভিত্তি করে ৯০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। এছাড়া তারা মৌসুম শেষে ৪০ মিলিয়ন ইউরোতে মূল্যে চুক্তি স্থায়ী করার অপশনও থাকবে রাশফোর্ডের হাতে।
ভিলায় খেলা নিশ্চিত করে রাশফোর্ড বলেন, ‘আমি সৌভাগ্যবান ছিলাম যে কিছু ক্লাব আমার সাথে যোগাযোগ করেছে, কিন্তু ভিলা ছিল সহজ সিদ্ধান্ত- আমি সত্যিই মুগ্ধ, যেভাবে অ্যাস্টন ভিলা এই মৌসুমে খেলে চলেছে এবং ম্যানেজারের উচ্চাকাঙ্ক্ষা আমাকে প্রভাবিত করেছে।
প্রিমিয়ার লিগে আট নম্বরে অবস্থান করছে অ্যাস্টন ভিলা। যেখানে ১৩তম স্থানে আছে ম্যান ইউনাইটেড। ওল্ড ট্র্যাফোর্ডের হয়ে রাশফোর্ড ৪২৬টি ম্যাচে ১৩৮টি গোল করেছেন। পাশাপাশি ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ, দুটি এফএ কাপ এবং দুটি লিগ কাপ জিতেছেন তিনি।