বাটলারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে মাঠে নামল বিশেষ কমিটি

  • স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলারের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাত সদস্যের বিশেষ কমিটি। গতকাল রোববার বিদ্রোহী ফুটবলারদের সাক্ষাৎকার নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কমিটি। যেখানে জানা গেছে খেলোয়াড়দের কাছে থেকে ইতিবাচক সাড়া পেয়েছে কমিটি।

তদন্ত কমিটির এক সদস্য নামপ্রকাশ না করার শর্তে বলেন, ‘কোচের বিরুদ্ধে তাদের অভিযোগ ভালোভাবে বোঝা র জন্য তারা রোববার সন্ধ্যা পর্যন্ত প্রতিবাদকারী দুইজন খেলোয়াড়ের সাক্ষাৎকার নিয়েছেন। উভয় খেলোয়াড় কমিটিকে জানিয়েছেন যে, তারা বাটলার অধীনে খেলার বিরুদ্ধে কোনো আপত্তি করেননি।’

বিজ্ঞাপন

তদন্ত কমিটি আশা করছে বাটলারের অধীনে অনুশীলন বয়কটকারী ১৮ জন খেলোয়াড়দের সবার সাথে বসে আলোচনা করবে। যেখানে আছে দেশের শীর্ষ নারী ফুটবলাররা যেমন সাবিনা খাতুন, মাসুরা পারভীন, সানজিদা আখতার, মারিয়া মণ্ডা, মনিকা চাকমা, ঋতু পর্ণা চাকমা এবং শামসুনাহাররা। এদিকে কমিটি গঠনের সময়ই বৃহস্পতিবারের মধ্যে এই বিষয়ে একটি রিপোর্ট জমা দিতে নির্দেশনা দিয়েছিলো বাফুফে।

এদিকে গতকাল বাটলারের অধীনে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিয়েছেন অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের প্রায় ২০ জন খেলোয়াড়। যাদের বেশীরভাগই বিকেএসপি ও বাংলাদেশ আর্মির খেলোয়াড়। বাটলার প্রাথমিকভাবে আসন্ন ফিফা ফ্রেন্ডলি ম্যাচের প্রস্তুতির জন্য সিনিয়র এবং অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের খেলোয়াড়দের ডেকেছিলেন ক্যাম্পে। আগামী ২৬ ফেব্রুয়ারি এবং ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাফুফে মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন,বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের ২০ জন খেলোয়াড় রোববার চলমান ক্যাম্পে যোগ দিয়েছেন এবং তারা সোমবার থেকে কোচের অধীনে ট্রেনিং শুরু করবেন।’