উড়োজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উ. কোরিয়া
-
-
|

ছবি: প্রতীকী
উত্তর কোরিয়ার অত্যাধুনিক বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধানে ছিলেন দেশটির নেতা কিম জং উন।
শুক্রবার (২১ মার্চ) উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অপরদিকে উত্তর কোরীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গবেষক দলের প্রশংসা করেছেন কিম। পরীক্ষায় বোঝা গেছে, নতুন ক্ষেপণাস্ত্র যেমন নির্ভরযোগ্য তেমনি যুদ্ধে এর ভালো কার্যকারিতা থাকবে।
আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইতোমধ্যেই উৎপাদন প্রক্রিয়া চলছে এমন ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যাচাই করতেই পরীক্ষা সম্পন্ন করেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রশাসন।
পরীক্ষার স্থান নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি কেসিএনএ। তবে তারা এটুকু নিশ্চিত করেছে, কিমের সঙ্গে সে সময় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সেন্ট্রাল মিলিটারি কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার কারণে নিজেদের অস্ত্রের সক্ষমতা বেশি করে প্রদর্শন করছে পিয়ংইয়ং। সিউল এবং ওয়াশিংটনের যৌথ মহড়াকে কাণ্ডজ্ঞানহীন ও যুদ্ধের মহড়া বলে সমালোচনা করেছে তারা।
উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে ঠেকাতে সব পদ্ধতি যাচাই করা হচ্ছে। তারা নিজেদের পন্থা না বদলালে প্রয়োজনে সবচেয়ে ধ্বংসাত্মক সামরিক আগ্রাসন চালাতেও আমরা প্রস্তুত আছি।