`হাসিনাবিরোধী আন্দোলন নিয়ে জানলেও হস্তক্ষেপ করতে পারিনি'

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল, সে সম্পর্কে ভারত অবগত থাকলেও ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

শনিবার (২২ মার্চ) দেশটির পররাষ্ট্র বিষয়ক সংসদের পরামর্শক কমিটির কাছে জয়শঙ্কর এ তথ্য জানান বলে জানিয়েছে দ্য হিন্দু।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য স্টেকহোল্ডারের মতো বাংলাদেশের অভ্যন্তরে অশান্ত পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল ভারত। এ প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সাম্প্রতিক মন্তব্যের কথা উল্লেখ করে জয়শঙ্কর বলেন যে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হাসিনা বিরোধী বিক্ষোভের সময় নিরস্ত্র বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের বিরুদ্ধে সতর্ক করেছিল যে এই ধরনের পদক্ষেপ জাতিসংঘকে শান্তিরক্ষা কার্যক্রম থেকে সেনাবাহিনীকে নিষিদ্ধ করতে প্ররোচিত করবে।

বিজ্ঞাপন