ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ৮ কিলোমিটারের (৫ মাইল) বেশি উচ্চতায় ছাইয়ের কুণ্ডলি ছড়িয়ে পড়ায় বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। সেখানে সর্বোচ্চ সতর্কতাও জারি করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে শুক্রবার অস্ট্রেলিয়ার একটি বিমান সংস্থা বালিতে কিছু ফ্লাইট বাতিল করেছে।

বালি বিমানবন্দরের এক মুখপাত্র জানান, শুক্রবার সকালে সাতটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে ও কিছু অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্বিত হয়েছে। আগ্নেয়গিরির ছাইয়ের কারণে শুক্রবার সকালে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার রিসোর্ট দ্বীপ বালির মধ্যে ফ্লাইট বাতিল করেছে কোয়ান্টাস এয়ারওয়েজ।

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ার জাতীয় ভূতাত্ত্বিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে আগ্নেয়গিরিতে বড় আকারে অগ্ন্যুৎপাত হয়। গত ১৩ মার্চ থেকেই সেখানে ছোট ছোট অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

দুর্যোগ প্রশমন সংস্থার একজন জানিয়েছেন, স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার সময় একজন ব্যক্তি আহত হয়েছেন। তবে ঠিক কত সংখ্যক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত বছরের নভেম্বরে লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে আশপাশের গ্রামগুলোতে উত্তপ্ত লাভার প্রবাহ ছড়িয়ে পড়লে কমপক্ষে নয়জন নিহত ও হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এটি প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার-এ অবস্থিত ও উচ্চ ভূমিকম্পের সক্রিয়তা সম্পন্ন এলাকা।