দক্ষিণ কোরিয়ায় দাবানলে নিহত ৪, জরুরি অবস্থা ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাধিক দাবানলে দক্ষিণ কোরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে অন্তত ৩ জন দমকল কর্মী এবং ১ জন সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন। দাবানলের ফলে দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

শনিবার (২২ মার্চ) দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, দক্ষিণপূর্বাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল থেকে অন্তত ১৫টি গ্রামের ২ শতাধিক বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের মধ্যে তিনজন দমকল কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা।

দক্ষিণ কোরিয়ার বন সংস্থার তথ্য অনুযায়ী, শনিবারেই ১৬টি স্থানে দাবানলের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে আরও কয়েকটি অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারাদেশে একযোগে দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় উলসান এবং উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া উত্তর ও দক্ষিণ গিয়ংসাং প্রদেশ, বুসান এবং ডায়েজিয়নসহ ১২টি স্থানে দাবানলের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

রাজধানী সিউল থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে দক্ষিণ গিয়ংসাং প্রদেশের সানচেওংয়ের অবস্থান। দাবানলের কারণে ওই অঞ্চলের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম খবর দিয়েছে।