ব্যাংককে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৫

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ব্যাংকক, থাইল্যান্ড
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্যাংককের ছম থং জেলায় নির্মাণাধীন এক্সপ্রেসওয়েতে কনক্রীটের বিম পড়ে ৫ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। রামা ২ সড়কের পাশের এক্সপ্রেসওয়েতে এউ দুর্ঘটনা ঘটে ।

দুর্ঘটনার পর বাং মদ পুলিশ আশপাশের সড়কে সতর্কতা জারি করে। রামা ৩ দাও খানং এক্সপ্রেসওয়ে এবং রামা ২ এর সই ২৫ সড়ক তাৎক্ষনিকভাব বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক প্রতিবেদনে বলা হয়, নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে একটি কনক্রীটের বিম আরেকটি চলমান এক্সপ্রেসওয়েতে আছড়ে পড়ে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন এবং নিহতের ঘটনা ঘটেছে।

নদূর্ঘটনার পরপরই ব্যাংকক দুর্যোগ প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা এবং কর্মীরা ঘটনাস্থলে যান। সেখান থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয় এবং আহত অবস্থায় ২২ জনকে উদ্ধার করা হয়। সকলকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত নির্মাণকর্মী জানান, প্রচণ্ড শব্দে বিমটি আছড়ে পড়ে। সেখানে একটি ভিমের সঙ্গে আরেকটি স্থাপনের কাজ চলছিল। নিহতদের মধ্যে ৩ জন থাই নাগরিক এবং বাকি ২ জন বিদেশি নাগরিক।

রামা ২ এক্সপ্রেসওয়েটি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে যাতায়াতের মূল পথ। তাই সড়কটিতে এই দুর্ঘটনা সেখানকার পর্যটনেও প্রভাব ফেলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ । এছাড়াও নির্মাণ প্রতিষ্ঠানকে সকল নিহত কর্মীর পরিবারকে ১ মিলিয়ন বাথ বা ৩৮ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে প্রাথমিকভাবে। পুলিশ এবং প্রকৌশলীলা দুর্ঘটনার তদন্ত করছেন।