মালয়েশিয়ায় ৫১ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর সিদ্ধান্ত
-
-
|

ছবিঃ সংগৃহীত
ভুয়া কাগজপত্র ও ইমিগ্রেশন ফাঁকি দেওয়ার অভিযোগে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পাননি ৫১ বাংলাদেশি।
বৃহস্পতিবার (২০ মার্চ) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নকল হোটেল বুকিং ও অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ার কারণে তাদের আটক করা হয় বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য স্টার।
মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও নিরাপত্তা সংস্থা (একেপিএস) জানিয়েছে, বিমানবন্দরে আগত যাত্রীদের মধ্য থেকে এলোমেলোভাবে ৬৭ জনকে তল্লাশি করার সিদ্ধান্ত নিয়েছিল তারা। তার মধ্যে ৫১ জনই কোনও না কোনও অপরাধ করেছে। তাদের মধ্যে কয়েকজন কর্মকর্তাদের চোখ এড়ানোর আশায় ইতিউতি ঘুরে বেড়াচ্ছিল।
একেপিএস আরও বলেছে, কয়েকজন তো ইমিগ্রেশন ফাঁকি দিয়ে বিমানবন্দর ত্যাগের চেষ্টা করে। ফলে তাদের মালয়েশিয়ায় আগমনের আসল কারণ নিয়ে শঙ্কায় পড়ে যায় কর্তৃপক্ষ।
ইমিগ্রেশন অফিসারদের থেকে দৌড়ে পালানোর চেষ্টাও করেছেন কয়েকজন। অবশ্য তাদের ধরা হয়েছে।
আটক ব্যক্তিদের কাছে বিভিন্নরকম ভুয়া কাগজপত্র পাওয়া গেছে বলে জানিয়েছে একেপিএস। মালয়েশিয়ায় আগমনের সঠিক উদ্দেশ্য ব্যাখ্যা করতেও তারা ব্যর্থ হয়েছে।
একেপিএসের বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিদের অনেকে স্বীকার করেছেন, তাদের প্রধান উদ্দেশ্য ছিল একটি চাকরি জোটানোর চেষ্টা করা।
পরবর্তী ফ্লাইটে আটক ৫১ ব্যক্তিকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে একেপিএস।