নাচলেই ফ্রি-তে কফি খাওয়া যায় যে কফি শপে!

  • ফিচার ডেস্ক,বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কফি শপে গিয়ে কফি খেতে হলে টাকা গুনতে হবে এটাই তো স্বাভাবিক তাই না! কিন্তু যদি ফ্রিতেই কফি খাওয়া যায় তাহলে কেমন হয়! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমেরিকার একটি জনপ্রিয় ক্যাফেতে বিনামূল্যেই কফি খাওয়া যায়। তবে তার জন্যও রয়েছে শর্ত। এজন্য ক্যাফেটিতে ঢুকে দরজা খুলেই আপনাকে নাচতে হবে।  

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায় এক ব্যক্তি একটি কফি শপে নাচতে নাচতে প্রবেশ করেছেন। আর এই নাচের জন্যই নাকি সেখানে ফ্রি তে কফি খাওয়ানো হয়। এমন এক অদ্ভুত অফার দিয়েছে আমেরিকার ওই ক্যাফেটি। আর এতেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। বিনামূল্যে কফি পান করবেন বলে নাচতে নাচতেই ক্যাফেতে প্রবেশ করেছেন অধিকাংশ ক্রেতা।

বিজ্ঞাপন

কেউ নাচতে নাচতে জুতা খুলে ফেলছেন। কেউ আবার সন্তানকে কোলে নিয়েই নাচছেন। ভিডিওটি দেখে নেটিজেনদের অনেকেই প্রশংসা করেছেন। একজন কমেন্টে লিখেছেন, ‘দারুণ তো! এমন করলে তো মানুষের মনও ভাল থাকে।’

আবার অন্য একজন মন্তব্য করেছেন, ‘আমার যদি কখনও আমেরিকায় যাওয়ার সুযোগ হয়, তা হলে আমি অতি অবশ্যই এই ক্যাফেতে একবার যাব।’

বিজ্ঞাপন

তথ্যসূত্র-আনন্দবাজার ।