সাপের ভয় দেখিয়ে পেট্রোল পাম্পে অভিনব চুরি

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: স্কাই নিউজ/ পেট্রোল পাম্পে অভিনব চুরি

ছবি: স্কাই নিউজ/ পেট্রোল পাম্পে অভিনব চুরি

টেনেসির ম্যাডিসন কাউন্টির একটি পেট্রোল পাম্পে চুরির ঘটনায় ব্যবহার করা হয়েছে সাপ! সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চারজন সন্দেহভাজন ব্যক্তি চুরির আগে ক্যাশিয়ারকে বিভ্রান্ত করতে দুটি বল পাইথন ব্যবহার করেছেন।

ফুটেজে দেখা যায়, এক পুরুষ সন্দেহভাজন কাউন্টারে একটি সাপ রেখে দেন, আর এক নারী ক্যাশিয়ারের সামনে আরেকটি সাপ ঝুলিয়ে দেন। ক্যাশিয়ার যখন হতভম্ব হয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছিলেন, তখনই তারা ৪০০ ডলার মূল্যের সিবিডি তেল নিয়ে পালিয়ে যান।

বিজ্ঞাপন

স্থানীয় অলাভজনক সংস্থা ৭৩১ ক্রাইম স্টপার্স সিসিটিভি ফুটেজ অনলাইনে প্রকাশ করে অপরাধীদের সন্ধানে পুলিশের সহযোগিতা চায়। সন্দেহভাজনরা একটি কালো সেলুন গাড়িতে পালিয়ে যান, যা বুটটি বাঞ্জি কর্ড দিয়ে বাঁধা ছিল।

চুরি হওয়া সিবিডি (ক্যানাবিডিওল) তেল সাধারণত উদ্বেগ ও মৃগীরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এই চুরির ঘটনায় সাপের ব্যবহার বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে। পুলিশ এখন অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে, আর ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন