সেই ‘কুৎসিত’ প্রাণীটিই এখন বর্ষসেরা!

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

বেশ থলথলে দেহ। পাশাপাশি আঠালোও। গভীর জলের এই মাছের নাম ব্লব ফিশ। দেখতে অনেকেরই ভালো লাগে না বলে ২০১৩ সালে জুটেছিল বিশ্বের কুৎসিত প্রাণীর খেতাব। অবশেষে সেই ‘কুৎসিত’ প্রাণীর ভাগ্যেই জুটেছে বর্ষসেরা মাছ এর খেতাব। এ যেন মর্যাদা ফিরে পাওয়ার জয় ব্লব ফিশের।

ব্লব ফিশ এখন নিউজিল্যান্ডের বর্ষসেরা মৎস্য।

বিজ্ঞাপন

চলতি সপ্তাহে নিউজিল্যান্ডের একটি পরিবেশভিত্তিক সংগঠন ভোটাভুটির মাধ্যমে ব্লব ফিশকে বর্ষ সেরা মৎস্য হিসেবে ঘোষণা করে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নিউজিল্যান্ডের অভ্যন্তরীণ ও সামুদ্রিক জীব বৈচিত্র্য নিয়ে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্ট এই আয়োজন করে।

অনেক বেশি জেলাটিনসমৃদ্ধ মাছটি লম্বায় ত্রিশ সেন্টিমিটারের মত হয়। অস্ট্রেলিয়া ও তাসমানিয়া উপকূলের কাছে ব্লব ফিশের দেখা মেলে বেশি। তবে দুই হাজার থেকে চার হাজার ফুট পানির নিচে থাকতে এরা পছন্দ করে। শামুক ও সাগরের ছোট কীটের পাশাপাশি কাঁকড়া ও লবস্টারও ব্লব ফিশের প্রিয় খাবার।

বিজ্ঞাপন

আকৃতি, শরীরের গঠনে চিরচেনা মাছের মত নয় বলেই ‘কুৎসিত’ এর তকমা লেগেছিল ব্লব ফিশের কপালে। সেজন্যই কিনা ব্লব ফিশের প্রতি মায়ায় জড়ালো মানুষ। বিশেষ করে নিউজিল্যান্ডের স্থানীয় রেডিও শো গুলোতে রীতিমত ভোট প্রার্থনা করা হয়েছে মাছটির জন্য।

নিউজিল্যান্ডের ৫ হাজার ৫৮৩ জন ভোট দিয়ে নির্বাচিত করেছেন বর্ষসেরা মাছ। ব্লব ফিশ ১ হাজার ২৮৬ ভোট পেয়ে খেতাব জিতে নেয়।

মাউন্টেন টু সি কনজারভেশন ট্রাস্টের মতে, শীর্ষ ১০ মাছের মধ্যে নয়টি প্রজাতিই বিলুপ্ত হওয়ার ঝুঁকিতে আছে। আর এই  ঝুঁকির তালিকায় আছে ব্লবফিশও।