পাপি মাউন্টেন: প্রকৃতির বিস্ময় থেকে পর্যটনকেন্দ্র

  • ফিচার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

গুও কিংশানের তোলা ভাইরাল হওয়া ছবিটি। ছবি: এপি

গুও কিংশানের তোলা ভাইরাল হওয়া ছবিটি। ছবি: এপি

ভালোবাসা দিবসে সাংহাই-ভিত্তিক ডিজাইনার গুও কিংশান তার ছুটির একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন-পাপি মাউন্টেন (Puppy Mountain)। এরপরই এটি চীনে ব্যাপক আলোড়ন তোলে এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

কীভাবে আবিষ্কার হল পাপি মাউন্টেন?

বিজ্ঞাপন
পাপি মাউন্টেন

গুও জানুয়ারির শেষের দিকে হাইকিংয়ে গিয়ে ইয়াংজি নদীর তীরে একটি পাহাড়ের ছবি তোলেন। পরে ছবিগুলো পর্যালোচনা করার সময় তিনি খেয়াল করেন, পাহাড়টি দেখতে অবিকল একটি কুকুরছানার মতো! তার নাক জলের ধারে, এমন ভঙ্গিতে যেন সে নদী থেকে পানি পান করছে কিংবা ইয়াংসি নদী পাহারা দিচ্ছে।

গুও বলেন, এটা খুব জাদুকরী এবং সুন্দর ছিল। চীনের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি পোস্ট করেন গুও। ১০ দিনে ওই ছবির নিচে ১ লাখ ২০ হাজারের বেশি ‘লাইক’ পড়ে। উইবোতে কয়েক লাখ মানুষ ছবিটি দেখেন।

বিজ্ঞাপন

পর্যটকদের উন্মাদনা

দর্শনার্থী ঝাং ইয়ালি তার কুকুরের সঙ্গে পর্যবেক্ষণ ডেকে ছবির পোজ দিচ্ছেন। ছবি: এপি

ছবিটি ভাইরাল হওয়ার পর, অনেকে ইচাং শহরের জিগুই কাউন্টিতে অবস্থিত এই পাহাড়টি দেখতে ছুটে যান। কুকুরের মালিকরা নিজেদের পোষা প্রাণীর সঙ্গে পাহাড়ের তুলনা করতে থাকেন, কেউ কেউ এমনকি নিজেদের কুকুর নিয়েও সেখানে ছবি তুলতে যান!

ইচাং শহরের বাসিন্দা শিটং জানান, তিনিও আগে পাহাড়টি দেখেছিলেন কিন্তু তখন বুঝতে পারেননি এটি দেখতে কুকুরের মতো। এখন অনেকেই বলছেন, বছরের পর বছর ধরে পাহাড়টির আকৃতি কিছুটা বদলেছে।

পর্যটনকেন্দ্রে পরিণত পাপি মাউন্টেন

পর্যবেক্ষণ ডেক থেকে পাপি মাউন্টেনের দৃশ্য। ছবি: এপি

ইচাংয়ের এই পাহাড়টি এখন পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য হয়ে উঠেছে। এখানকার পর্যবেক্ষণ ডেক থেকে ইয়াংজি নদীর সঙ্গে পাহাড়টির অপূর্ব রূপ দেখা যায়। অনেকেই আসছেন, ছবি তুলছেন, আর উপভোগ করছেন প্রকৃতির এই চমৎকার বিস্ময়।

অনেকে মনে করেন, প্রকৃতির সৌন্দর্য অনুধাবনের জন্য আমাদের দৃষ্টিভঙ্গিই আসল। যেমন এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমাদের সকলের চোখের প্রয়োজন। প্রকৃতির মাঝে লুকিয়ে থাকা সৌন্দর্য হয়তো আমাদের চোখের সামনেই থাকে, শুধু দেখার মতো দৃষ্টিভঙ্গি প্রয়োজন!

তথ্যসূত্র: স্কাই নিউজ