যুক্তরাষ্ট্রের গবেষণা কেন্দ্র থেকে পালিয়েছে ৪০ বানর, পুলিশের সতর্কতা
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যের একটি গবেষণা কেন্দ্র থেকে ৪০টি বানর পালিয়েছে। আলফা জেনেসিস সাইট নামের একটি কোম্পানি বানরগুলোকে তত্ত্বাবধান করছিল।
কোম্পানিটি জানায়, বানরগুলোকে মস্তিষ্কের রোগের চিকিত্সাসহ ক্লিনিকাল ট্রায়ালের জন্য যত্নসহকারে লালন-পালন করা হচ্ছিল।
এরই মধ্যে বানরগুলোকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ফেসবুকে এক পোস্টে সতর্ক দিয়ে পুলিশ জানায়, বুধবার রাতে ইয়েমাসির আলফা জেনেসিস সাইট থেকে পালিয়ে যাওয়া বানরগুলো উদ্ধারে চেষ্টা করা হচ্ছে। এদের ধরতে থার্মাল ইমেজিং ক্যামেরা এবং ফাঁদের ব্যবহার করা হয়েছে।
সতর্কবার্তায় আরও জানানো হয়, আবাসিক এলাকাগুলোতে প্রাণীদের প্রবেশ ঠেকাতে বাড়ির দরজা ও জানালাগুলো আটকিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
চার্লসটন থেকে প্রায় ৫০ মাইল (৮০ কিলোমিটার) পশ্চিমে ইয়েমাসিতে স্থানীয়দের বলা হয়েছে বানরদের কাছে না যেতে এবং বানরগুলো দেখা মাত্রই ৯১১ নম্বরে কল দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।
কোম্পানিটি ১০০ একরের বেশি জায়গায় চিকিৎসাসংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা এবং বিভিন্ন গবেষণার কাজে বানরসহ বিভিন্ন প্রাণী লালন–পালন করে।
বানরের কোন জাতটি পালিয়েছে তা প্রকাশ করা হয়নি। তবে ফার্মের সাইট বলে, এতে ম্যাকাক এবং ক্যাপুচিন প্রজাতির বানর রয়েছে।
যদিও কোম্পানিটির তত্ত্বাবধান থেকে প্রাণীদের পালানোর ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ১৯টি বানর পালিয়েছিল। পরে ৬ ঘণ্টা পর সেগুলো আবার উদ্ধার করা হয়েছিল।