‘মেলান্দহ-মাদারগঞ্জের মেধাবীদের বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করব’

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান বাবুল

বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান বাবুল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, আল্লাহ যদি সুযোগ দেয় মেলান্দহ মাদারগঞ্জের যেসব মেধাবী ছেলে-মেয়ে রয়েছে, তাদের বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করে দেবো। জনগণের খেদমতে বিন্দুমাত্র লোভ লালসা আমার নাই।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর মেরুল বাড্ডায় ঢাকাস্থ মেলান্দহ-মাদারগঞ্জবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিলে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাবুল বলেন, আপনাদের দোয়া ও সমর্থন পেলে মেলান্দহ-মাদারগঞ্জে যে কাজগুলো করতে চাই তা সম্ভব হবে। জনগণ যদি দোয়া ও সমর্থন দিয়ে আমাকে জায়গামতো পৌঁছে দেয় তাহলে তারা কোনোদিন বলবে না যে ভুল সিদ্ধান্ত নিয়েছিল।

এসময় উপস্থিত ছিলেন- মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিবলু ফকির, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তামিমসহ দুই উপজেলার সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন