কালীগঞ্জে সিএনজি -অটোরিকশা সংঘর্ষে নিহত ১

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় যাত্রীবাহী সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ-ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) সন্ধায় কাকিনা গংগাচওড়া রংপুর সড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত আইয়ুব আলী কালীগঞ্জে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী সিএনজি কাকিনা থেকে রংপুর যাচ্ছিল। রুদ্রেশ্বর এলাকায় পৌছলে বিপরিতমূখি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আইয়ুব আলী নিহত হন এবং ৫জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিজ্ঞাপন

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, সিএনজির চালক পালিয়ে গেলেও সিএনজিটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।