মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি আটক
-
-
|

ছবি: সংগৃহীত
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ২৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ মার্চ) সীমান্তের কুমিল্লাপাড়া, বাঘাডাঙ্গা, মেদিনীপুর ও শ্রীনাথপুর বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু। এছাড়া পৃথক অভিযানে ভারতীয় মদ, ভায়াগ্রা ও ভিওআইপি গেটওয়ে সেট উদ্ধার করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত সীমান্তে মাদক বিরোধী অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে রাজাপুর বিওপি’র নায়েব সুবেদার ইকবাল হোসেন ভুইয়ার নেতৃত্বে ২৫০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপর এক অভিযানে মাটিলা বিওপি’র সুবেদার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৩ পিচ ভিওআইপি গেটওয়ে সেট ৩২ পোর্ট ও নতুনপাড়া বিওপি নায়েব সুবেদার ওবায়দুল্লাহ’র নেতৃত্বে ৬৫৫ পিচ ভারতীয় আতশবাজি উদ্ধার করে বিজিবি।
আটককৃত ২৪ জনের মধ্যে ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। আটককৃত নারী ও শিশুদেরকে যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। অন্যান্য আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে সোপর্দ করা হবে।