রংপুর চিড়িয়াখানায় আফ্রিকান জেব্রার আগমন
-
-
|

ছবি: বার্তা২৪.কম
রংপুর চিড়িয়াখানায় এই প্রথমবারে মতো আনা হয়েছে সাদা কালো ডোরাকাটা আফ্রিকান জেব্রা। শেডের বাহির থেকে নজর কাড়ছে জেব্রার সৌন্দর্য। মনের আনন্দে খোলামেলা গাছের নিচে ছুটে বেড়াচ্ছে চারিদিকে। শিশু দর্শনার্থীর ছোটাছুটি থেকে জেব্রাটিও খেলা করছে মনের সুখে। চিড়িয়াখানার প্রবেশ পথের খানিকটা দূরে গেলেই চোখে পড়ছে এমন দৃশ্য। এই প্রথম সরাসরি জেব্রা দেখতে ভিড় জমাচ্ছেন শিশু থেকে শুরু করে সব বয়সী দর্শনার্থীরা।
গত সপ্তাহে রংপুর চিড়িয়াখানায় আনা হয়েছে আফ্রিকান এই জেব্রাটিকে। নতুন এই প্রানীটি শোভা পাচ্ছে শেডের ভিতরে। সরেজমিনে ঘুরে দেখা গেছে জেব্রার যত্মে কোন কমতি করছেন না কর্তৃপক্ষ। এখনো নাম রাখা হয়নি নতুন এই অতিথির। বড় শেডে একাই যেন রাজত্ব করছে জেব্রাটি। মনের সুখে কখনো ছোটাছুটিতে মেতে আছে, কখনো ক্ষুধা নিবারনে ব্যস্ত, আবার কখনো সঙ্গীহীনতায় একাকিত্ব অনুভব করছে জেব্রাটি। চিড়িয়াখানায় নতুন অতিথির সাথে জেব্রাকে দেখে আনন্দিত দর্শনার্থীরা।
চিড়িয়াখানায় বন্ধুদের সাথে ঘুরতে আসা দর্শনার্থী একরামুল ইসলাম বলেন, এর আগে অসংখ্যবার চিড়িয়াখানায় ঘুরতে আসছি কিন্তু আজকে হঠাৎ করে জেব্রা দেখা সারপ্রাইজ হলাম। এর আগে কখনো জেব্রা দেখার সুযোগ হয়নি। খুবই ভালো লেগেছে জেব্রা দেখে ছবি তুলে নিজেকে ফ্রেমে বন্দী করলাম।
চিড়িয়াখানার বিভিন্ন শেডে বানর, উটপাখি, ঘোড়া, বাঘ, গাধা, ময়ূর, জলহস্তি দেখার পাশাপাশি জেব্রার সৌন্দর্য উপভোগ করছেন দর্শনার্থীরা।
দর্শনার্থী সবুজ বলেন, শুধু বইয়ে ছবি দেখেছি, টিভিতে জেব্রার ভিডিও দেখেছি বাস্তবে আজকে দেখলাম। নিজের হাতে ঘাস খাওলাম, ছুঁয়ে দেখলাম অনুভূতিটাই অন্যরকম। ধন্যবাদ কর্তৃপক্ষকে রংপুরবাসীকে জেব্রা দেখার সুযোগ করে দেয়ার জন্য। আরও নতুন নতুন প্রাণী আনা হলে আমরা আরও খুশি হবো।
শেডে অতি দ্রুত আরও একটি জেব্রার আগমন হবে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা.আমবার আলী তালুকদার। তিনি বলেন, রংপুর চিড়িয়াখানার জন্য ২টি জেব্রা আমাদের বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে ১টি জেব্রা আমরা পেয়েছি, অতি দ্রুত কয়েকদিনের জন্য আরও একটি জেব্রা পাবো। রংপুরবাসী এই প্রথম জেব্রা দেখার সুযোগ পাচ্ছে। এখনো জেব্রাটির নাম রাখা হয়নি, জোড়া চলে আসলেই নাম দেয়া হবে। আমরা সঠিক পরিচর্যা ও যত্নে তৎপর আছি। ঈদকে ঘিরে পরিচ্ছন্ন, ও সুন্দরভাবে সাজানো হবে চিড়িয়াখানা। আমরা আসার জন্য আহ্বান করছি দর্শনার্থীদের।
এদিকে আসন্ন ইদুল ফিতরকে ঘিরে নতুন সাজে মনোরম পরিবেশে সাজবে রংপুর চিড়িয়াখানা। বিনোদন এই কেন্দ্রটি সাজাতে ও প্রাণীদের যত্মে চলছে প্রস্তুতি। ঈদকে ঘিরে দর্শনার্থীদের অপেক্ষায় কর্তৃপক্ষ।