দেশ নিয়ে ভেতরে-বাইরে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে: সরওয়ার আলমগীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। তিনি বলেন, এ দেশ নিয়ে দেশের ভেতরে ও বাহিরে গভীর ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবেলায় দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশবাসীর প্রতি সজাগ থাকার আহবান জানিয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) বিকালে ভুজপুর থানা কৃষকদলের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমান এর সুস্থতা কামনায় ভুজপুর মাঠে ওই কর্মসূচীর আয়োজন করে ভুজপুর থানা কৃষকদল।

বিজ্ঞাপন

এসময় সরওয়ার আলমগীর আরও বলেন, নতুন করে আর কোন ষড়যন্ত্র এ দেশের শান্তি প্রিয় মানুষ মেনে নেবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের ৩১দফা মানলে এ দেশ বাঁচবে।

তিনি বলেন, যারা স্বৈরাচার শেখ হাসিনাসহ আ.লীগকে এদেশে পূর্ণবাসনে স্বপ্ন দেখছেন তারা কি ভুলে গেছেন জুলাই বিল্পবের কথা ! যদি ভুলে যান তাহলে ভুলের স্বর্গে বাস করছেন তারা।

বিজ্ঞাপন

ভুজপুর থানা কৃষক দলের আহবায়ক নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে ও জাহেদুল আলম মেম্বারের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, মহিন উদ্দিন আজম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, তাহের সিদ্দিকী, মনসুর আলম চৌধুরী, আবু তালেব, এনামুল হক, আবুল খায়ের, একরামুল হক প্রমুখ।