কটিয়াদীতে বিএনপির ইফতারে বন্টন নিয়ে তর্ক, ছুরিকাঘাতে আহত ১
-
-
|

ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির ইফতার মাহফিলে ইফতার বন্টনের সময় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে হামলায় ছুরিকাঘাতে একজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির ইফতারে এই ঘটনা ঘটছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে ফেকামারা ৭৪ নং সরকারি স্কুল সংলগ্ন ঈদগাহ মাঠে এই ইফতারের আয়োজন করা হয়৷
ছুরিকাঘাতে আহত মো. কামাল হোসেন ফেকামারা গ্রামের তুলু মিয়ার ছেলে। এছাড়াও ঘটনায় একি এলাকার মো. জুয়েল মিয়া নামে একজন আহত হয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের কারো রাজনৈতিক পরিচয় নেই বলে তারা জানিয়েছেন৷
আহত কামাল ও তার ভাই আকরাম বলেন, স্থানীয় ঈদগাহ মাঠে ইউনিয়ন বিএনপির ইফতারে কামাল স্বেচ্ছায় খিচুড়ি বিতরণ করছিলো। লোকসংখ্যা বেশি হওয়ায় অতিরিক্ত বিস্কুট বিতরণের সময় পশ্চিম ফেকামারা গ্রামের তৌহিদ মিয়ার ছেলে শাহজাহানের সাথে কথা-কাটাকাটি হয়৷ পরে এক পর্যায়ে শাহজাহানের ছুরিকাঘাতে কামালের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে৷ এসময় আরো একজন আহত হন৷ কামাল বর্তমানে কটিয়াদী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, রোগীর শরীরে বিভিন্ন স্থানে ছুরির আঘাত রয়েছে৷ তাকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে অবস্থান করা আহত কামালের ভাই আকরাম বলেন, এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে৷
এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান বলেন, কামাল আমার সাথে খারাপ আচরণ করেছে প্রথমে। ঝগড়ার মধ্যে কে তাকে আঘাত করেছে জানিনা৷ আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়৷
কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে৷