জামালপুরে রাজমিস্ত্রিকে ঘরে আটকে মারধর, আটক ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে চুরির অপবাদ দিয়ে এক রাজমিস্ত্রিকে ঘরের ভেতর আটকে নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২১ মার্চ) সকাল থেকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তোলপাড় শুরু হয়।

নির্যাতনের শিকার যুবক মো. মামুন (৩০), পেশায় রাজমিস্ত্রি। তিনি ইউনিয়নের গণেশপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। গত বুধবার রাতে শাহবাজপুর পূর্বপাড়া এলাকার হাসমত তালুকদারের বাড়িতে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে। তারা হলেন একই এলাকার মো. ইলিয়াস (২৫) ও মিজানুর রহমান।

ভাইরাল হওয়া ২ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি পাকা ঘরের মধ্যে খালি গায়ের মামুনকে একাধিক ব্যক্তি লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছে। হাত-পা, এমনকি শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাত করা হয়। একপর্যায়ে বিছানা থেকে মেঝেতে ফেলে পাঁচজন একযোগে পিটাতে থাকে। এ সময় আশপাশে আরও কয়েকজন দাঁড়িয়ে থাকলেও কেউ বাধা দেয়নি। বরং ঘটনাটি কেউ একজন মোবাইল ফোনে ধারণ করে।

স্থানীয় সূত্রে জানায়, রাজমিস্ত্রি মামুন ওই বাড়িতে নির্মাণকাজ করছিলেন এবং হাসমতের কাছে পাওনা টাকা ছিল। বুধবার সন্ধ্যায় টাকা পরিশোধের কথা বলে মামুনকে ডেকে নেয়া হয়। কিন্তু টাকা পরিশোধ না করে উল্টো বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে হাসমত ও তার লোকজন। একপর্যায়ে মামুনকে চুরির অপবাদ দিয়ে ভয়াবহভাবে মারধর শুরু করে তারা। পরে তাকে ঘরের ভেতরে আটকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে মামুনের প্রতিবেশী তাহের আলী বলেন, ‘পাওনা টাকা চাইতে গিয়েছিল মামুন। কিন্তু তাকে চোর সাজিয়ে যে অত্যাচার করা হয়েছে, তা অমানবিক। শুধু পেটানো হয়নি, দুই পায়ের মাঝে রড ঢোকানোর চেষ্টা করেছে। পুরো শরীরে নির্যাতনের চিহ্ন। ভিডিও দেখলে কারও চোখে পানি আসবে। এই নির্যাতনের বিচার চাই।’

মামুনের মা মাজেদা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। ছেলে দিনমজুরি করে সংসার চালায়। টাকার জন্য গিয়েছিল, কিন্তু চোর বানিয়ে এমনভাবে পিটাইছে, পা দুইটা শেষ। এখন দাঁড়াতেও পারে না। আমি এর বিচার চাই।’

বিষয়টি জানতে অভিযুক্ত হাসমত তালুকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নারায়ণপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মনজুরুল হক জানান, ‘প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকায় গরু ও ইজিবাইক চুরির ঘটনা ঘটায় মামুনকে চোর সাজিয়ে মারধর করা হয়। দুজনকে আটক করা হয়েছে। ভিডিওতে থাকা নির্যাতনকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’