মোহাম্মদপুর চাঁদাবাজ ফারুক গ্রেফতার

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মোহাম্মদপুর থেকে চিহ্নিত চাঁদাবাজ ফারুক কে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় সেনাবাহিনীর বসিলা আর্মি ক্যাম্প এ এলাকাবাসী ফোন করে জানায় যে কিছু চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চাঁদা আদায় করছে।

বিজ্ঞাপন

উক্ত সংবাদ পাওয়ার পর সেনাবাহিনীর চৌকস একটি টহল দল সাথে সাথে বসিলা হাউসিং এলাকায় অভিযান করে।

সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে সে সময় সেনাবাহিনী টহল দল উক্ত চাঁদাবাজদের সরদার ফারুক (৪৫) কে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

উক্ত চাঁদাবাজ ফারুক এর নামে মোহাম্মদপুর থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে।

এই চাঁদাবাজ বিভিন্ন ব্যবসায়ী এবং এলাকাবাসীর কাছ থেকে ভয়-ভীতি এর মাধ্যমে চাঁদাবাজি করে আসছিল বলে জানা যায়। উক্ত এলাকায় যেকোনো ব্যবসা-বাণিজ্য, ফ্ল্যাট ক্রয় বিক্রয়, জায়গা জমি ক্রয় বিক্রয় এমনকি কোন দোকানপাট ভাড়া নিতে হলেও উক্ত ব্যক্তিকে চাঁদা দিতে হয়, না দিলে তারা বিভিন্ন উৎপাত এবং হয়রানিমূলক কর্মকাণ্ড করে বলে এলাকাবাসী জানায়।

মোহাম্মদপুর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় মূল চাঁদাবাজির লিডারকে গ্রেফতার করা হয়েছে, তার অধীনস্থ বাকি সন্ত্রাসীদের ধরতে অভিযান পরিচালনা করা হবে। এছাড়াও এদের পেছনে আর কোন গডফাদার আছে কিনা সেটাও খতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।