মামলা দিয়ে জাতীয় পার্টিকে দমানো যাবে না: জিএম কাদের
-
-
|

ছবি: সংগৃহীত
মামলা দিয়ে জাতীয় পার্টিকে দমানো যাবে না। হুসেইন মুহম্মদ এরশাদের নামেও মিথ্যা মামলা দেওয়া হয়েছিলো। প্রয়োজনে জেলে যেতে প্রস্তুত আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
বৃহস্পতিবার (২০ মার্চ) হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত আলোচনা সভায় দুদকের মামলা প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে এরশাদের জন্মদিন উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে কেট কাটেন জিএম কাদের।
জিএম কাদের আরও বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, তখন নাকি আমি দুর্নীতি করেছি। সেই মামলা হচ্ছে। সংসদ সদস্য থাকা অবস্থায় টিআর, জিআর বিতরন করেছি, সেগুলোর অনিয়মের অভিযোগ আনা হয়েছে। এগুলো তদারকির দায়িত্বে থাকেন ইউএনও এসিল্যান্ড। অথচ আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব মামলা দিয়ে মুখ বন্ধ করতে পারবে না। আমি মামলার ভয় পাই না।
তিনি বলেন, এই সরকার মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি আগেও বলেছি আজকেও বলছি, এই সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। যতো দ্রুত চলে যায় ততোই মঙ্গল। তারা নিরপেক্ষতা হারিয়েছেন, তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব না।
সম্প্রতি আমেরিকার প্রতিক্রিয়ায় প্রতি ইঙ্গিত করে বলেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। এরপর যদি তারা কোন রকম কঠোর পদক্ষেপ নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কারণ আমরা ভারত চিন থেকে পন্য কিনি, আর আমেরিকার বাজার থেকে ডলার আয় করি। তারা কোন পদক্ষেপ নিলে ইউরোপ সে পথে হাটবে, আবার মধ্যপ্রাচ্যকে বাঁধ্য করতে পারে।তেমন হলে রেমিট্যান্স প্রবাহ বাঁধাগ্রস্ত হতে পারে।
আজকে সুষ্ঠুভাবে কর্মসূচি পালন করতে পারাকে নিজেদের দলীয় ' বিজয়' বলেও উল্লেখ করেন। তিনি বলেন, আজকের ঘটনার মাধ্যমে নব্য ফ্যাসিবাদের পতন শুরু।
জি এম কাদের বলেন, 'যেখানেই আমরা আমাদের এই সংগত অধিকার সভা সমাবেশ বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি। সেখানে বাধাগ্রস্ত করা হচ্ছে। এমনকি আমাদের বক্তব্য না প্রচারণায় গণমাধ্যমকে নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।' 'আপনারা দেখেছেন গতকাল পর্যন্ত আমাদেরকে বাধা গ্রস্থ করা হয়েছে। বিভিন্নভাবে অনেক নেতা কর্মীকে আহত করা হয়েছে। আমি এ ঘটনা তীব্র নিন্দা জানাচ্ছি।' বুধবারের ঘটনায় পুলিশের কোন সহায়তা পাননি উল্লেখ করেন। তবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানান তিনি।
বর্তমান সরকারকে নব্য ফ্যাসিবাদ বলে উল্লেখ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন,'এখান নব্য ফ্যাসিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। যাইহোক আমরা এটা মোকাবেলা করব।
সরকারের উদ্দেশ্যে তিনি আরো বলেন,' এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে।
ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদের সভাপতিত্বে অন্যদের উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা ,জহিরুল ইসলাম জহির,জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন,মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডঃ নূরুল আজহার শামীম, মোঃ হারুন আর রশিদ,মোঃ খলিলুর রহমান খলিল, ভাইস-চেয়ারম্যান আহাদ ইউ চৌধুরী শাহিন,এম এ সোবহান ,মোঃ আকতার হোসেন দেওয়ান, যুগ্ম মহাসচিব এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মোঃ হেলাল উদ্দিন, জুবের আলম রবিন, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ সোহেল রহমান, মোঃ আঃ হান্নান,মাহমুদ আলম, এম এ রাজ্জাক খান, জহিরুল ইসলাম মিন্টু প্রমুখ।