মুশফিক-রিয়াদের ভবিষ্যৎ নিয়ে যা বললেন ফাহিম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অভিজ্ঞ ক্রিকেটারদের অনেক কদর করা হয়। এটা অবশ্য পৃথিবীর সব দেশের ক্ষেত্রেই সত্য। যেমন ভারতের দিকে তাকালেই বোঝা যায়। পাইপলাইনে এত এত ক্রিকেটার থাকার পরেও রোহিত শর্মা ও বিরাট কোহলি খেলে যাচ্ছেন ভারতীয় দলে। তাদের দলে রাখা নিয়েও কমবেশি সমালোচনা শুনতে হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

বিরাট-রোহিত খেলতে পারলে বাংলাদেশের মুশফিকুর রহিম কিংবা মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে সমস্যা কি? সমস্যা অবশ্যই আছে। বিরাট পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে জিতেয়েছেন, রোহিত ওপিনিংয়ে দলকে ভালো শুরু এনে দিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর বাংলাদেশের মুশফিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচে শূন্য ও ২ রানে আউট হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে মাহমুদউল্লাহ ফিরেছেন ৪ রান করে। তাই স্বাভাবিকভাবেই দলে তাদের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

বিজ্ঞাপন

আজ বিসিবির বোর্ড সভার পরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমূল আবেদীন ফাহিম। সভায় মুশফিক ও রিয়াদের অবসর নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ফাহিম বলেন, ‘অবশ্যই। ওরা অত্যন্ত অভিজ্ঞ খেলোয়াড়। যেকোনো খেলোয়াড়েরই একটা সময় আসবেই তার ক্যারিয়ার শেষ করার। আমার মনে হয়, ওদের সঙ্গে কথা বলব। ওদের চিন্তা কী আছে, সেটা নিয়ে আলাপ হবে।’

ওয়ানডে সংস্করণের পরবর্তী বিশ্বকাপ হবে ২০২৭ সালে। সেখানে রিয়াদ-মুশফিককে রেখেই পরিকল্পনা সাজাচ্ছে কিনা বিসিবি এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘খুব কঠিন প্রশ্ন। আমার মনে হয় তাদের প্রমাণ করতে হবে। তাদের বয়সের দিক থেকে বলি, তাদের ফিটনেসের দিক থেকে বলি, তাদের পারফরম্যান্সের দিক থেকে বলি, এটা আমার কল না, এটা নির্বাচকদের কল। আমার মন্তব্য করাটা ঠিক না। কিন্তু খেলাটা সহজ হবে না।

বিজ্ঞাপন