সেমিতেও বৃষ্টি হলে সমাধান কী?

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলা শেষ। সেমি-ফাইনালে কোন চার দল খেলবে তা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তবে কার বিপক্ষে কোন দল খেলবে তার জন্য অপেক্ষা করতে হয়েছে গতকালের ম্যাচের জন্য। আগামী ৪ মার্চ ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ও ৫ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা।

চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরে বৃষ্টি হতে পারে তা আগে থেকেই জানিয়ে রাখা হয়েছিল। হয়েছে ও তাই। গ্রুপ পর্বের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর বৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচও। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সেমিফাইনাল ও ফাইনালে যদি বৃষ্টি হয়ে তাহলে কি হবে!

বিজ্ঞাপন

আশার কথা হলো, পরিত্যক্ত হওয়া দুই ম্যাচই হওয়ার কথা ছিল পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। সেমিফাইনাল বা ফাইনাল কোনো ম্যাচই এই স্টেডিয়ামে হবে না। ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম সেমিফাইনাল আয়োজিত হবে দুবাইয়ে। আর নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

তবুও যদি এই দুই স্টেডিয়ামেও বৃষ্টি হানা দেয় তার সমাধানও করে রেখেছে আইসিসি। সেমিফাইনালের দুই ম্যাচের জন্যই আছে রিজার্ভ ডে। নির্ধারিত দিনে খেলা না হলে,পরের দিনে আয়োজিত হবে ম্যাচটি। ৪ মার্চের প্রথম সেমির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ৫ মার্চ এবং ৫ মার্চের দ্বিতীয় সেমির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে ৬ মার্চ।

বিজ্ঞাপন